গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়ন চাকলাদারের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। আহমেদ রিজভীর লেখা গানটি সুরও করেছেন অয়ন। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। লিখেছেন ডি এম আবু বকর। সুর ও সংগীত আয়োজন করেছেন মাসুদ আহমেদ। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে।
জানা গেছে, মন বলেছে চুপি চুপি গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগেই তৈরি হবে গানের ভিডিও। বড় বাজেটেই কাজটি করতে চান অয়ন। ভিডিও কে বানাবেন বা মডেল কে থাকবেন এসব নিয়ে চলছে আলোচনা। পরিকল্পনা চূড়ান্ত হলেই ভিডিওর শুটিং করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অয়ন বলেন, ‘কনা আপুর সঙ্গে আগের গানটি শ্রোতারা পছন্দ করেছে। তাই পরিকল্পনা হচ্ছে নতুন বছরে আমাদের নতুন গান উপহার দেওয়ার। ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, সুন্দর একটি ভিডিওর মাধ্যমে গানটি ভক্তদের কাছে পৌঁছে দিত পারব। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে প্লেব্যাকে তুমুল জনপ্রিয়তা পান অয়ন। এরপর সিনেমায় নিয়মিত গাইতে শুরু করেন। সম্প্রতি গেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায়। সাবরিনা নওশীন তুষির সঙ্গে গাওয়া ডুয়েট গানটি লিখেছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন সাহাবুদ্দিন মজুমদার। কদিন আগে প্রকাশিত হলো অয়নের গাওয়া ‘বেবি তুমি আসো না’ গানের ভিডিও। ‘ভাইয়া গার্লস লাভার’ নাটকের এই মজার গানটি এরই মধ্যে অয়নভক্তদের নজর কেড়েছে।
গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়ন চাকলাদারের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। আহমেদ রিজভীর লেখা গানটি সুরও করেছেন অয়ন। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। লিখেছেন ডি এম আবু বকর। সুর ও সংগীত আয়োজন করেছেন মাসুদ আহমেদ। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে।
জানা গেছে, মন বলেছে চুপি চুপি গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগেই তৈরি হবে গানের ভিডিও। বড় বাজেটেই কাজটি করতে চান অয়ন। ভিডিও কে বানাবেন বা মডেল কে থাকবেন এসব নিয়ে চলছে আলোচনা। পরিকল্পনা চূড়ান্ত হলেই ভিডিওর শুটিং করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অয়ন বলেন, ‘কনা আপুর সঙ্গে আগের গানটি শ্রোতারা পছন্দ করেছে। তাই পরিকল্পনা হচ্ছে নতুন বছরে আমাদের নতুন গান উপহার দেওয়ার। ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, সুন্দর একটি ভিডিওর মাধ্যমে গানটি ভক্তদের কাছে পৌঁছে দিত পারব। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে প্লেব্যাকে তুমুল জনপ্রিয়তা পান অয়ন। এরপর সিনেমায় নিয়মিত গাইতে শুরু করেন। সম্প্রতি গেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায়। সাবরিনা নওশীন তুষির সঙ্গে গাওয়া ডুয়েট গানটি লিখেছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন সাহাবুদ্দিন মজুমদার। কদিন আগে প্রকাশিত হলো অয়নের গাওয়া ‘বেবি তুমি আসো না’ গানের ভিডিও। ‘ভাইয়া গার্লস লাভার’ নাটকের এই মজার গানটি এরই মধ্যে অয়নভক্তদের নজর কেড়েছে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৯ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৯ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৯ ঘণ্টা আগে