Ajker Patrika

কনার সঙ্গে অয়নের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা­­­­
কনা ও অয়ন চাকলাদার। ছবি: সংগৃহীত
কনা ও অয়ন চাকলাদার। ছবি: সংগৃহীত

গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়ন চাকলাদারের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। আহমেদ রিজভীর লেখা গানটি সুরও করেছেন অয়ন। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। লিখেছেন ডি এম আবু বকর। সুর ও সংগীত আয়োজন করেছেন মাসুদ আহমেদ। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে।

জানা গেছে, মন বলেছে চুপি চুপি গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগেই তৈরি হবে গানের ভিডিও। বড় বাজেটেই কাজটি করতে চান অয়ন। ভিডিও কে বানাবেন বা মডেল কে থাকবেন এসব নিয়ে চলছে আলোচনা। পরিকল্পনা চূড়ান্ত হলেই ভিডিওর শুটিং করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে অয়ন বলেন, ‘কনা আপুর সঙ্গে আগের গানটি শ্রোতারা পছন্দ করেছে। তাই পরিকল্পনা হচ্ছে নতুন বছরে আমাদের নতুন গান উপহার দেওয়ার। ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, সুন্দর একটি ভিডিওর মাধ্যমে গানটি ভক্তদের কাছে পৌঁছে দিত পারব। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে প্লেব্যাকে তুমুল জনপ্রিয়তা পান অয়ন। এরপর সিনেমায় নিয়মিত গাইতে শুরু করেন। সম্প্রতি গেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায়। সাবরিনা নওশীন তুষির সঙ্গে গাওয়া ডুয়েট গানটি লিখেছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন সাহাবুদ্দিন মজুমদার। কদিন আগে প্রকাশিত হলো অয়নের গাওয়া ‘বেবি তুমি আসো না’ গানের ভিডিও। ‘ভাইয়া গার্লস লাভার’ নাটকের এই মজার গানটি এরই মধ্যে অয়নভক্তদের নজর কেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত