Ajker Patrika

মারা গেলেন ড্রামার রুমি রহমান

আপডেট : ১১ জুলাই ২০২২, ১৩: ১২
মারা গেলেন ড্রামার রুমি রহমান

মারা গেলেন বরেণ্য ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান। রোববার দিবাগত ভোররাত (১১ জুলাই) ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির বাসায় স্ট্রোক করে মারা যান তিনি। এমনটাই নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ।

কাজী ফয়সাল বলেন, ‌‌‘আমরা একসঙ্গে কত শো করেছি। সবাই চলে যাব। তাই বলে এত আগে চলে গেলেন। প্রায়ই কথা হতো তার সঙ্গে। গত সপ্তাহে দেখাও হলো, বলল “আবার বাজাচ্ছি দোয়া করিস”। গত মাসেই তাঁর একটা ছেলে হয়েছে। তাঁর পরিবারকে সৃষ্টিকর্তা শক্তি দিক।’

দলছুট থেকে আর্ক- দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন রুমি। দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, দলছুটের ‘আকাশচুরি’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিল সরাসরি অংশগ্রহণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত