সংগীতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কারের আসর গ্র্যামির মনোনয়নের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী আরমিন মুসা ও তাঁর মা গীতিকার নাশিদ কামাল।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের ৬৫তম আসরের জন্য বিশ্বসেরা মিউজিক ক্যাটাগরিতে মনোনীত পাঁচ অ্যালবামের মধ্যে শীর্ষে রয়েছে বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের ‘শুরুআত’।
আর এই অ্যালবামেই রয়েছে বাংলাদেশের খ্যাতনামা নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামালের লেখা ও তাঁর মেয়ে আরমিন মুসার কণ্ঠে গাওয়া ‘জাগো পিয়া’ গানটি। আধা ধ্রুপদী ঢঙের এই গানের দৃশ্যায়নে বাঙালির রং ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। পোশাকে প্রখ্যাত বাংলাদেশি নকশাকার বিবি রাসেলের গামছা ব্যবহার করা হয়েছে।
বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের এই অভিষেক অ্যালবামে আরমিন মুসার পাশাপাশি কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সংগীতজ্ঞদের গান রয়েছে।
বাংলা লোকগীতির কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের মেয়ে নাশিদ কামাল নিজেও কণ্ঠশিল্পী। একই সঙ্গে তিনি গান লেখেন এবং অধ্যাপনাও করেন। চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত তিনি। তাঁর মেয়ে আরমিন মুসা সংগীতে খ্যাতনামা বার্কলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের 'Crypto.com' এরিনায় আগামী বছরের ৫ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসবে।
সংগীতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কারের আসর গ্র্যামির মনোনয়নের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী আরমিন মুসা ও তাঁর মা গীতিকার নাশিদ কামাল।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের ৬৫তম আসরের জন্য বিশ্বসেরা মিউজিক ক্যাটাগরিতে মনোনীত পাঁচ অ্যালবামের মধ্যে শীর্ষে রয়েছে বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের ‘শুরুআত’।
আর এই অ্যালবামেই রয়েছে বাংলাদেশের খ্যাতনামা নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামালের লেখা ও তাঁর মেয়ে আরমিন মুসার কণ্ঠে গাওয়া ‘জাগো পিয়া’ গানটি। আধা ধ্রুপদী ঢঙের এই গানের দৃশ্যায়নে বাঙালির রং ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। পোশাকে প্রখ্যাত বাংলাদেশি নকশাকার বিবি রাসেলের গামছা ব্যবহার করা হয়েছে।
বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের এই অভিষেক অ্যালবামে আরমিন মুসার পাশাপাশি কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সংগীতজ্ঞদের গান রয়েছে।
বাংলা লোকগীতির কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের মেয়ে নাশিদ কামাল নিজেও কণ্ঠশিল্পী। একই সঙ্গে তিনি গান লেখেন এবং অধ্যাপনাও করেন। চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত তিনি। তাঁর মেয়ে আরমিন মুসা সংগীতে খ্যাতনামা বার্কলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের 'Crypto.com' এরিনায় আগামী বছরের ৫ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসবে।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৮ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১০ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
১০ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
১০ ঘণ্টা আগে