Ajker Patrika

নতুন গান নিয়ে এলেন বিটিএস তারকা ভি

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০: ৪০
নতুন গান নিয়ে এলেন বিটিএস তারকা ভি

দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।

ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।

বিটিএস সদস্য ভি। ছবি: এএফপিফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।

বিটিএস সদস্য ভি। ছবি: এএফপিনতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত