দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।
ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।
ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।
নতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।
দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।
ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।
ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।
নতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৪ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৫ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৫ ঘণ্টা আগে