জীবনসঙ্গী সুনিধিকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব। গতকাল ঢাকায় ফেরার সময় তাঁদের দুজনেরই এক্সপ্রেশন ছিল ‘হোয়াই সো সুন?’। আরও কটা দিন পাহাড়-নদী-কুয়াশা-প্রকৃতির সঙ্গে কাটাতে চেয়েছিলেন। তা আর হলো কই! কত্ত কাজ পড়ে আছে এদিকে!
আর আগে অবশ্য কিছুদিন শান্তি নিকেতনে ঘুরে বেড়িয়েছেন এই সংগীত জুটি। দার্জিলিংয়ে তাঁদের সঙ্গে জুটেছিলেন আরও কিছু গানপাগল মানুষ। সবাই মিলে মাস্তি-হুল্লোড়-গান, এসব করেই কেটে গেছে কটা দিন।
ঢাকায় ফিরেই সুখবরটা দিলেন অর্ণব। তাঁর জীবনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’। আসছে আসছে বলে অবশেষে মুক্তির খুব কাছাকাছি তথ্যচিত্রটি।
অর্ণবের জীবন-যাপন বাংলাদেশের আর দশজন শিল্পীর চেয়ে আলাদা। তাঁর গান যেমন আলাদা, তাঁর সুর, কণ্ঠ, কথা— আলাদা তাঁর দৃষ্টিভঙ্গিও। নিজের মতো কাজ করেন। প্রচলিত ট্রেন্ডে তিনি নেই। গা ভাসান না ভিউ আর জনপ্রিয়তার জোয়ারেও। অর্ণব তাই অর্ণবের মতোই।
এমন শিল্পীর যাপন তো শ্রোতাদের জন্য কৌতুহলের বিষয়। নির্মাতা আবরার আতাহার শ্রোতাদের সেই কৌতুহলের কথা মাথায় রেখেই ক্যাজুয়াল অর্ণবকে তুলে এনেছেন ফ্রেমে। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’তে আসছে তথ্যচিত্রটি।
এছাড়া অর্ণবের ব্যান্ড ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’-এর দ্বিতীয় অ্যালবামের কাজ করছেন তিনি। তবে এত দিনে ব্যান্ডের অনেক মুখ বদলে গেছে। যুক্ত হয়েছে আরও কিছু নতুন মুখ। যাঁদের সঙ্গে আগে কখনো কাজ করেননি তিনি। একদল নতুন শিল্পীকে নিয়েই চ্যালেঞ্জ নিয়েছেন অর্ণব। কারণ তিনি এ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান কিছু নতুন কণ্ঠকে। কিন্তু অ্যালবাম প্রকাশের আগে শিল্পীদের নাম বলতেন চান না অর্ণব।
অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। রেকর্ডিং চলছে অর্ণব ও বুনোর স্টুডিওতে। কী ধরনের গান থাকবে এ অ্যালবামে? অর্ণব জানিয়েছেন, অর্ণবের কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত শ্রোতারা, তেমনই কিছু গান থাকবে। তবে সুরে আর সংগীতায়োজনে থাকবে নতুনত্ব। এ বছরই প্রকাশিত হবে অ্যালবামটি।
জীবনসঙ্গী সুনিধিকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব। গতকাল ঢাকায় ফেরার সময় তাঁদের দুজনেরই এক্সপ্রেশন ছিল ‘হোয়াই সো সুন?’। আরও কটা দিন পাহাড়-নদী-কুয়াশা-প্রকৃতির সঙ্গে কাটাতে চেয়েছিলেন। তা আর হলো কই! কত্ত কাজ পড়ে আছে এদিকে!
আর আগে অবশ্য কিছুদিন শান্তি নিকেতনে ঘুরে বেড়িয়েছেন এই সংগীত জুটি। দার্জিলিংয়ে তাঁদের সঙ্গে জুটেছিলেন আরও কিছু গানপাগল মানুষ। সবাই মিলে মাস্তি-হুল্লোড়-গান, এসব করেই কেটে গেছে কটা দিন।
ঢাকায় ফিরেই সুখবরটা দিলেন অর্ণব। তাঁর জীবনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’। আসছে আসছে বলে অবশেষে মুক্তির খুব কাছাকাছি তথ্যচিত্রটি।
অর্ণবের জীবন-যাপন বাংলাদেশের আর দশজন শিল্পীর চেয়ে আলাদা। তাঁর গান যেমন আলাদা, তাঁর সুর, কণ্ঠ, কথা— আলাদা তাঁর দৃষ্টিভঙ্গিও। নিজের মতো কাজ করেন। প্রচলিত ট্রেন্ডে তিনি নেই। গা ভাসান না ভিউ আর জনপ্রিয়তার জোয়ারেও। অর্ণব তাই অর্ণবের মতোই।
এমন শিল্পীর যাপন তো শ্রোতাদের জন্য কৌতুহলের বিষয়। নির্মাতা আবরার আতাহার শ্রোতাদের সেই কৌতুহলের কথা মাথায় রেখেই ক্যাজুয়াল অর্ণবকে তুলে এনেছেন ফ্রেমে। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’তে আসছে তথ্যচিত্রটি।
এছাড়া অর্ণবের ব্যান্ড ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’-এর দ্বিতীয় অ্যালবামের কাজ করছেন তিনি। তবে এত দিনে ব্যান্ডের অনেক মুখ বদলে গেছে। যুক্ত হয়েছে আরও কিছু নতুন মুখ। যাঁদের সঙ্গে আগে কখনো কাজ করেননি তিনি। একদল নতুন শিল্পীকে নিয়েই চ্যালেঞ্জ নিয়েছেন অর্ণব। কারণ তিনি এ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান কিছু নতুন কণ্ঠকে। কিন্তু অ্যালবাম প্রকাশের আগে শিল্পীদের নাম বলতেন চান না অর্ণব।
অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। রেকর্ডিং চলছে অর্ণব ও বুনোর স্টুডিওতে। কী ধরনের গান থাকবে এ অ্যালবামে? অর্ণব জানিয়েছেন, অর্ণবের কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত শ্রোতারা, তেমনই কিছু গান থাকবে। তবে সুরে আর সংগীতায়োজনে থাকবে নতুনত্ব। এ বছরই প্রকাশিত হবে অ্যালবামটি।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে