একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’
নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’
নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২০ ঘণ্টা আগে