বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছেন প্রীতম হাসান। অন্যদিকে আগামী জুন ও জুলাইয়ে ইউরোপের চার দেশে গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা।
প্রীতমের নর্থ আমেরিকা সফর শুরু হবে ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাস শহর থেকে। তিন মাসে দুই দেশের ১৭টি শহরে গান শোনাবেন। ১ জুন মিয়ামি, ১৫ জুন নিউইয়র্ক, ২১ জুন স্যান হোসে, ২২ জুন পোর্টল্যান্ড, ২৮ জুন প্যাটারসন, ৫ জুলাই টরন্টো, ৬ জুলাই মন্ট্রিয়ল, ১২ জুলাই বোস্টন, ২০ জুলাই লস অ্যাঞ্জেলেস, ২৫ জুলাই হিউস্টোন, ২ আগস্ট ওয়াশিংটন, ৩ আগস্ট ডেট্রয়েট, ৩০ আগস্ট আটলান্টা এবং ৩১ আগস্ট বাফেলোতে কনসার্টে গান শোনাবেন প্রীতম হাসান ও তাঁর দল। প্রীতমের এই সফর আয়োজন করেছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং বাংলা নিউ এরা। ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
প্রীতম এখন ব্যস্ত অভিনয়ে। শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। জানা গেছে, এটির শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।
অন্যদিকে, কোরবানির ঈদের পর ইউরোপ ট্যুরে যাবেন সানিয়া সুলতানা লিজা। জুন-জুলাইয়ে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও স্পেনে গান শোনাবেন তিনি। লিজার এই সংগীত সফর শুরু হবে ২২ জুন ফ্রান্সের প্যারিসের অনুষ্ঠান দিয়ে। ২৯ জুন বেলজিয়ামের লিজ শহরে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বৈশাখী উৎসবে পারফর্ম করবেন লিজা। এই অনুষ্ঠানে আরও গাইবেন রাহুল আনন্দ ও সাগর বাউল। এ ছাড়া ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ ও ১২ জুলাই স্পেনের বার্সেলোনায় গাইবেন লিজা।
বিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছেন প্রীতম হাসান। অন্যদিকে আগামী জুন ও জুলাইয়ে ইউরোপের চার দেশে গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা।
প্রীতমের নর্থ আমেরিকা সফর শুরু হবে ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাস শহর থেকে। তিন মাসে দুই দেশের ১৭টি শহরে গান শোনাবেন। ১ জুন মিয়ামি, ১৫ জুন নিউইয়র্ক, ২১ জুন স্যান হোসে, ২২ জুন পোর্টল্যান্ড, ২৮ জুন প্যাটারসন, ৫ জুলাই টরন্টো, ৬ জুলাই মন্ট্রিয়ল, ১২ জুলাই বোস্টন, ২০ জুলাই লস অ্যাঞ্জেলেস, ২৫ জুলাই হিউস্টোন, ২ আগস্ট ওয়াশিংটন, ৩ আগস্ট ডেট্রয়েট, ৩০ আগস্ট আটলান্টা এবং ৩১ আগস্ট বাফেলোতে কনসার্টে গান শোনাবেন প্রীতম হাসান ও তাঁর দল। প্রীতমের এই সফর আয়োজন করেছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং বাংলা নিউ এরা। ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
প্রীতম এখন ব্যস্ত অভিনয়ে। শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। জানা গেছে, এটির শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।
অন্যদিকে, কোরবানির ঈদের পর ইউরোপ ট্যুরে যাবেন সানিয়া সুলতানা লিজা। জুন-জুলাইয়ে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও স্পেনে গান শোনাবেন তিনি। লিজার এই সংগীত সফর শুরু হবে ২২ জুন ফ্রান্সের প্যারিসের অনুষ্ঠান দিয়ে। ২৯ জুন বেলজিয়ামের লিজ শহরে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বৈশাখী উৎসবে পারফর্ম করবেন লিজা। এই অনুষ্ঠানে আরও গাইবেন রাহুল আনন্দ ও সাগর বাউল। এ ছাড়া ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ ও ১২ জুলাই স্পেনের বার্সেলোনায় গাইবেন লিজা।
কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তাঁর জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও এ বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা...
৫ ঘণ্টা আগেবলিউড অভিনেতা রণিত রায় ইদানীং দেখছেন ব্রিটিশ সিরিজ। সম্প্রতি দেখা শেষ করেছেন ‘মবল্যান্ড’ ও ‘দ্য লাস্ট অব আস’। দুটি সিরিজই দারুণ উপভোগ করেছেন তিনি। সবাইকে সিরিজ দুটি দেখার পরামর্শও দিয়েছেন রণিত।
৫ ঘণ্টা আগেসংগীতশিল্পী টেইলর সুইফটকে আবারও আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। ১৬ মে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আপনারা কি লক্ষ করেছেন, আমি ‘‘আই হেট টেলর সুইফট’’ বলার পর থেকে তাঁকে আর ততটা হট লাগছে না?’ তাঁকে উদ্দেশ করে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণ বিস্মিত করেছে টেলর সুইফটের ভক্তদের।
৫ ঘণ্টা আগেলাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন অনেক তারকা। জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের শুরু এই রিয়েলিটি শো থেকে। সাত বছর পর আবারও শুরু হচ্ছে লাক্স সুপারস্টার। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
১ দিন আগে