বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছেন প্রীতম হাসান। অন্যদিকে আগামী জুন ও জুলাইয়ে ইউরোপের চার দেশে গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা।
প্রীতমের নর্থ আমেরিকা সফর শুরু হবে ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাস শহর থেকে। তিন মাসে দুই দেশের ১৭টি শহরে গান শোনাবেন। ১ জুন মিয়ামি, ১৫ জুন নিউইয়র্ক, ২১ জুন স্যান হোসে, ২২ জুন পোর্টল্যান্ড, ২৮ জুন প্যাটারসন, ৫ জুলাই টরন্টো, ৬ জুলাই মন্ট্রিয়ল, ১২ জুলাই বোস্টন, ২০ জুলাই লস অ্যাঞ্জেলেস, ২৫ জুলাই হিউস্টোন, ২ আগস্ট ওয়াশিংটন, ৩ আগস্ট ডেট্রয়েট, ৩০ আগস্ট আটলান্টা এবং ৩১ আগস্ট বাফেলোতে কনসার্টে গান শোনাবেন প্রীতম হাসান ও তাঁর দল। প্রীতমের এই সফর আয়োজন করেছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং বাংলা নিউ এরা। ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
প্রীতম এখন ব্যস্ত অভিনয়ে। শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। জানা গেছে, এটির শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।
অন্যদিকে, কোরবানির ঈদের পর ইউরোপ ট্যুরে যাবেন সানিয়া সুলতানা লিজা। জুন-জুলাইয়ে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও স্পেনে গান শোনাবেন তিনি। লিজার এই সংগীত সফর শুরু হবে ২২ জুন ফ্রান্সের প্যারিসের অনুষ্ঠান দিয়ে। ২৯ জুন বেলজিয়ামের লিজ শহরে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বৈশাখী উৎসবে পারফর্ম করবেন লিজা। এই অনুষ্ঠানে আরও গাইবেন রাহুল আনন্দ ও সাগর বাউল। এ ছাড়া ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ ও ১২ জুলাই স্পেনের বার্সেলোনায় গাইবেন লিজা।
বিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছেন প্রীতম হাসান। অন্যদিকে আগামী জুন ও জুলাইয়ে ইউরোপের চার দেশে গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা।
প্রীতমের নর্থ আমেরিকা সফর শুরু হবে ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাস শহর থেকে। তিন মাসে দুই দেশের ১৭টি শহরে গান শোনাবেন। ১ জুন মিয়ামি, ১৫ জুন নিউইয়র্ক, ২১ জুন স্যান হোসে, ২২ জুন পোর্টল্যান্ড, ২৮ জুন প্যাটারসন, ৫ জুলাই টরন্টো, ৬ জুলাই মন্ট্রিয়ল, ১২ জুলাই বোস্টন, ২০ জুলাই লস অ্যাঞ্জেলেস, ২৫ জুলাই হিউস্টোন, ২ আগস্ট ওয়াশিংটন, ৩ আগস্ট ডেট্রয়েট, ৩০ আগস্ট আটলান্টা এবং ৩১ আগস্ট বাফেলোতে কনসার্টে গান শোনাবেন প্রীতম হাসান ও তাঁর দল। প্রীতমের এই সফর আয়োজন করেছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং বাংলা নিউ এরা। ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
প্রীতম এখন ব্যস্ত অভিনয়ে। শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। জানা গেছে, এটির শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি।
অন্যদিকে, কোরবানির ঈদের পর ইউরোপ ট্যুরে যাবেন সানিয়া সুলতানা লিজা। জুন-জুলাইয়ে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও স্পেনে গান শোনাবেন তিনি। লিজার এই সংগীত সফর শুরু হবে ২২ জুন ফ্রান্সের প্যারিসের অনুষ্ঠান দিয়ে। ২৯ জুন বেলজিয়ামের লিজ শহরে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বৈশাখী উৎসবে পারফর্ম করবেন লিজা। এই অনুষ্ঠানে আরও গাইবেন রাহুল আনন্দ ও সাগর বাউল। এ ছাড়া ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ ও ১২ জুলাই স্পেনের বার্সেলোনায় গাইবেন লিজা।
অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
১৩ মিনিট আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১৬ মিনিট আগেক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।
২১ মিনিট আগেজনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
৯ ঘণ্টা আগে