বিনোদন ডেস্ক
গান শোনার বিকল্প মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। সংগীতশিল্পীরা এখন এ প্ল্যাটফর্মে নতুন গান মুক্তি দেন। বছরশেষে স্পটিফাই জানিয়ে দেয়, কোন শিল্পী কিংবা ব্যান্ডের কোন গানগুলো বছরজুড়ে বেশি শুনেছেন শ্রোতারা। সে অনুযায়ী জনপ্রিয় শিল্পী ও গানের রেটিং দেওয়া হয়। সম্প্রতি স্পটিফাই প্রকাশ করেছে এ বছরের তালিকা। ‘স্পটিফাই র্যাপড ২০২৪’ শীর্ষক এ তালিকায় সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে জ্বলজ্বল করছে টেলর সুইফটের নাম। গত বছরও সেরা হয়েছিলেন তিনি।
স্পটিফাই জানিয়েছে, টেলর সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এ বছর সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। এছাড়া, এ প্ল্যাটফর্মে থাকা তাঁর অন্যান্য গানেরও শ্রোতারা বেড়েছে। সবমিলিয়ে ২০২৪ সালে ২৬ দশমিক ৬ বিলিয়ন বার স্ট্রিমিং হয়েছে সুইফটের গানগুলো।
স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, জনপ্রিয়তায় টেলর সুইফটের পরেই রয়েছেন কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড। এছাড়া, সেরা দশ শিল্পীর তালিকায় রয়েছেন ব্যাড বানি, ড্রেক, বিলি আইলিশ, ট্রাভিস স্কট, পেসো প্লমা, কাইনি ওয়েস্ট, আরিয়ানা গ্রান্দে ও কলম্বিয়ান গায়ক ফেইড।
টানা দুই বছর সেরা শিল্পী হওয়া ছাড়াও স্পটিফাইয়ে বেশ কিছু রেকর্ড করেছেন টেলর সুইফট। তিনিই প্রথম শিল্পী, যাঁর অ্যালবাম এ প্ল্যাটফর্মে একদিনে তিন শ মিলিয়নবার শোনা হয়েছে। এক সপ্তাহে শোনা হয়েছে এক বিলিয়নের বেশিবার।
এবারের স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, নারী সংগীতশিল্পীদের অ্যালবাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। টেলর সুইফটের পর দ্বিতীয় অবস্থানে আছে বিলি আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ অ্যালবাম। এছাড়া, পর্যায়ক্রমে রয়েছে সাবরিনা কার্পেন্টারের ‘সফট অ্যান্ড সুইট’, ক্যারল জির ‘মানানা সেরা বনিতো’, আরিয়ানা গ্রান্দের ‘এটারনাল সানশাইন’, সুইফটের ‘১৯৮৯’ (টেলর ভার্সন), সিজার ‘এসওএস’ এবং সুইফটের আরেক অ্যালবাম ‘লাভার’।
স্পটিফাইয়ে বর্ষসেরা ১০ গান
১. এসপ্রেসো (সাবরিনা কার্পেন্টার)
২. বিউটিফুল থিংস (বেনসন বুন)
৩. বার্ডস অব ফিদার (বিলি আইলিশ)
৪. গাটা অনলি (ফ্লয়মেনর, ক্রিস এমজে)
৫. লুজ কন্ট্রোল (টেডি সুইমস)
৬. এন্ড অব বিগিনিং (ডিজো)
৭. টু সুইট (হোজিয়ার)
৮. ওয়ান অব দ্য গার্লস (দ্য উইকেন্ড, জেনি, লিলি রোজ)
৯. ক্রুয়েল সামার (টেলর সুইফট)
১০. ডাই উইথ স্মাইল (ব্রুনো মার্স, লেডি গাগা)
গান শোনার বিকল্প মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। সংগীতশিল্পীরা এখন এ প্ল্যাটফর্মে নতুন গান মুক্তি দেন। বছরশেষে স্পটিফাই জানিয়ে দেয়, কোন শিল্পী কিংবা ব্যান্ডের কোন গানগুলো বছরজুড়ে বেশি শুনেছেন শ্রোতারা। সে অনুযায়ী জনপ্রিয় শিল্পী ও গানের রেটিং দেওয়া হয়। সম্প্রতি স্পটিফাই প্রকাশ করেছে এ বছরের তালিকা। ‘স্পটিফাই র্যাপড ২০২৪’ শীর্ষক এ তালিকায় সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে জ্বলজ্বল করছে টেলর সুইফটের নাম। গত বছরও সেরা হয়েছিলেন তিনি।
স্পটিফাই জানিয়েছে, টেলর সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এ বছর সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। এছাড়া, এ প্ল্যাটফর্মে থাকা তাঁর অন্যান্য গানেরও শ্রোতারা বেড়েছে। সবমিলিয়ে ২০২৪ সালে ২৬ দশমিক ৬ বিলিয়ন বার স্ট্রিমিং হয়েছে সুইফটের গানগুলো।
স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, জনপ্রিয়তায় টেলর সুইফটের পরেই রয়েছেন কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড। এছাড়া, সেরা দশ শিল্পীর তালিকায় রয়েছেন ব্যাড বানি, ড্রেক, বিলি আইলিশ, ট্রাভিস স্কট, পেসো প্লমা, কাইনি ওয়েস্ট, আরিয়ানা গ্রান্দে ও কলম্বিয়ান গায়ক ফেইড।
টানা দুই বছর সেরা শিল্পী হওয়া ছাড়াও স্পটিফাইয়ে বেশ কিছু রেকর্ড করেছেন টেলর সুইফট। তিনিই প্রথম শিল্পী, যাঁর অ্যালবাম এ প্ল্যাটফর্মে একদিনে তিন শ মিলিয়নবার শোনা হয়েছে। এক সপ্তাহে শোনা হয়েছে এক বিলিয়নের বেশিবার।
এবারের স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, নারী সংগীতশিল্পীদের অ্যালবাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। টেলর সুইফটের পর দ্বিতীয় অবস্থানে আছে বিলি আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ অ্যালবাম। এছাড়া, পর্যায়ক্রমে রয়েছে সাবরিনা কার্পেন্টারের ‘সফট অ্যান্ড সুইট’, ক্যারল জির ‘মানানা সেরা বনিতো’, আরিয়ানা গ্রান্দের ‘এটারনাল সানশাইন’, সুইফটের ‘১৯৮৯’ (টেলর ভার্সন), সিজার ‘এসওএস’ এবং সুইফটের আরেক অ্যালবাম ‘লাভার’।
স্পটিফাইয়ে বর্ষসেরা ১০ গান
১. এসপ্রেসো (সাবরিনা কার্পেন্টার)
২. বিউটিফুল থিংস (বেনসন বুন)
৩. বার্ডস অব ফিদার (বিলি আইলিশ)
৪. গাটা অনলি (ফ্লয়মেনর, ক্রিস এমজে)
৫. লুজ কন্ট্রোল (টেডি সুইমস)
৬. এন্ড অব বিগিনিং (ডিজো)
৭. টু সুইট (হোজিয়ার)
৮. ওয়ান অব দ্য গার্লস (দ্য উইকেন্ড, জেনি, লিলি রোজ)
৯. ক্রুয়েল সামার (টেলর সুইফট)
১০. ডাই উইথ স্মাইল (ব্রুনো মার্স, লেডি গাগা)
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৩ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১০ ঘণ্টা আগে