বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাজমুন মুনিরা ন্যান্সির মতো তাঁর মেয়ে মার্জিয়া বুশরা রোদেলাও নাম লিখিয়েছেন সংগীতাঙ্গনে। এবার একসঙ্গে গান নিয়ে আসছেন ন্যান্সি ও রোদেলা। ফয়সাল রাব্বিকীনের লেখা ‘কেন’ শিরোনামের গানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। ভিডিও বানিয়েছেন রোদেলা। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানের ভিডিওতেও দেখা যাবে ন্যান্সি ও রোদেলাকে। আজ রোদেলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
ন্যান্সি বলেন, ‘প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। প্রথমে গানটি আমার একা করার কথা ছিল। পরে মাথায় এল এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালো লাগল।’
রোদেলা বলেন, ‘এটা আমার জন্য একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ সবার অনেক পছন্দের। তাঁর গায়কিতে ইউনিক স্টাইল রয়েছে। মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম।’
এবারই প্রথম কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিলেও এর আগে দুজনকে একসঙ্গে পাওয়া গেছে গানে। গত ফেব্রুয়ারিতে ন্যান্সির কণ্ঠে প্রকাশ পাওয়া ‘তোমারই আছি’ গানে মডেল হিসেবে দেখা গেছে রোদেলাকে। ন্যান্সির গাওয়া ‘প্রেমে পড়া’ শিরোনামের গানের ভিডিওর নির্দেশনাও দিয়েছেন রোদেলা।
ন্যান্সিকেও শোনা গেছে মেয়ে রোদেলার গান গাইতে। রোদেলার ‘রাজকুমার’ গানটি ফেসবুকে লাইভে গাওয়ার পাশাপাশি স্টেজেও পারফর্ম করেছেন ন্যান্সি।
নাজমুন মুনিরা ন্যান্সির মতো তাঁর মেয়ে মার্জিয়া বুশরা রোদেলাও নাম লিখিয়েছেন সংগীতাঙ্গনে। এবার একসঙ্গে গান নিয়ে আসছেন ন্যান্সি ও রোদেলা। ফয়সাল রাব্বিকীনের লেখা ‘কেন’ শিরোনামের গানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। ভিডিও বানিয়েছেন রোদেলা। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানের ভিডিওতেও দেখা যাবে ন্যান্সি ও রোদেলাকে। আজ রোদেলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
ন্যান্সি বলেন, ‘প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। প্রথমে গানটি আমার একা করার কথা ছিল। পরে মাথায় এল এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালো লাগল।’
রোদেলা বলেন, ‘এটা আমার জন্য একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ সবার অনেক পছন্দের। তাঁর গায়কিতে ইউনিক স্টাইল রয়েছে। মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম।’
এবারই প্রথম কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিলেও এর আগে দুজনকে একসঙ্গে পাওয়া গেছে গানে। গত ফেব্রুয়ারিতে ন্যান্সির কণ্ঠে প্রকাশ পাওয়া ‘তোমারই আছি’ গানে মডেল হিসেবে দেখা গেছে রোদেলাকে। ন্যান্সির গাওয়া ‘প্রেমে পড়া’ শিরোনামের গানের ভিডিওর নির্দেশনাও দিয়েছেন রোদেলা।
ন্যান্সিকেও শোনা গেছে মেয়ে রোদেলার গান গাইতে। রোদেলার ‘রাজকুমার’ গানটি ফেসবুকে লাইভে গাওয়ার পাশাপাশি স্টেজেও পারফর্ম করেছেন ন্যান্সি।
বরেণ্য চলচ্চিত্রকার ও স্থপতি মসিহউদ্দিন শাকের ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। ১২ জুলাই ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের প্রেরণা জোগানো ৬৩টি গানের সংকলন নিয়ে আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে প্রকাশিত হচ্ছে সংকলন গ্রন্থ ‘জুলাইয়ের গান’।
৭ ঘণ্টা আগে‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণ-অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শিরোনামে কর্মসূচির ঘোষণা দিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ। আগামী ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগেগুলাম সিনেমার তো বটেই, আতি কেয়া খান্ডালা বলিউডেরও অন্যতম জনপ্রিয় গান। আমিরের গাওয়া প্রথম গান ব্যাপক জনপ্রিয়তা পেলেও আর কখনো প্লেব্যাকে পাওয়া যায়নি তাঁকে। অভিনেতা জানালেন, ২৭ বছর পর আবারও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগে