Ajker Patrika

এবার ঈদে বিটিভিতে গান শোনাবে ১৩ ব্যান্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদের দ্বিতীয় দিন গান শোনাবে মাইলস। ছবি: বিটিভির সৌজন্যে
ঈদের দ্বিতীয় দিন গান শোনাবে মাইলস। ছবি: বিটিভির সৌজন্যে

ঈদ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি। নাটক, সিনেমা, টক শো, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি দেখা যাবে ব্যান্ডসংগীতের অনুষ্ঠান। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’ শিরোনামের অনুষ্ঠানে গান শোনাবে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে ব্যান্ড চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাক। নিজেদের জনপ্রিয় গানগুলো শোনাবে ব্যান্ডগুলো। সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।

ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড মাইলস। ‘চাঁদ তারা সূর্য’, ‘নীলা’, ‘প্রিয়তম মেঘ’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’, ‘দরদিয়া’র মতো জনপ্রিয় গানগুলো শোনাবে তারা। এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, ‘রক অ্যান্ড মেলোডি’, ‘নাটাই’, ‘পেন্টাগন’ ও ‘রেশাদ অ্যান্ড কিউ’। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত