খুব বেশি পূজামণ্ডপে যাওয়া হয় না কুমার বিশ্বজিতের। তা ছাড়া, স্ত্রী ও ছেলে নিবিড় আছেন যুক্তরাষ্ট্রে। বাসায় কুমার বিশ্বজিৎ একা। তাই এবারের পূজার আনন্দটাই সাদামাটা বিশ্বজিতের। তিনি বলেন, ‘মাকে হারালাম দুই বছর হয়েছে। ভাবলেই বুকটা আটকে আসে, মা নেই। বিশেষ করে এই সময় মাকে খুব মিস করি। স্ত্রী-ছেলেও নেই দেশে, সবাই মিলেমিশে আনন্দ করতে না পারলে তো আনন্দই হয় না।’
কুমার বিশ্বজিতের দুর্গাপূজার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে গ্রামের বাড়ি। তাঁর শৈশব কেটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেসব দিনের কথা স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শৈশবে গ্রামের বাড়িতে পূজার উদ্যাপন ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ঠাসা। এখনো পূজায় ঢাকের বাদ্য অনেক মিস করি। আমাদের এলাকায় হাটহাজারী থেকে একজন ঢাকবাদক আসতেন। তাঁর বাদ্য শুনে কোথায় যেন হারিয়ে যেতাম। কী সুন্দর বাজাতেন! এমনও হতো, ওই ঢাকবাদকের সঙ্গেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতাম। আমি আমার গানেও কিন্তু ঢোলের বাদ্য, ঝুনঝুনি রাখার চেষ্টা করি, আমার সেই ভালোবাসা থেকেই।’
খুব বেশি পূজামণ্ডপে যাওয়া হয় না কুমার বিশ্বজিতের। তা ছাড়া, স্ত্রী ও ছেলে নিবিড় আছেন যুক্তরাষ্ট্রে। বাসায় কুমার বিশ্বজিৎ একা। তাই এবারের পূজার আনন্দটাই সাদামাটা বিশ্বজিতের। তিনি বলেন, ‘মাকে হারালাম দুই বছর হয়েছে। ভাবলেই বুকটা আটকে আসে, মা নেই। বিশেষ করে এই সময় মাকে খুব মিস করি। স্ত্রী-ছেলেও নেই দেশে, সবাই মিলেমিশে আনন্দ করতে না পারলে তো আনন্দই হয় না।’
কুমার বিশ্বজিতের দুর্গাপূজার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে গ্রামের বাড়ি। তাঁর শৈশব কেটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেসব দিনের কথা স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শৈশবে গ্রামের বাড়িতে পূজার উদ্যাপন ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ঠাসা। এখনো পূজায় ঢাকের বাদ্য অনেক মিস করি। আমাদের এলাকায় হাটহাজারী থেকে একজন ঢাকবাদক আসতেন। তাঁর বাদ্য শুনে কোথায় যেন হারিয়ে যেতাম। কী সুন্দর বাজাতেন! এমনও হতো, ওই ঢাকবাদকের সঙ্গেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতাম। আমি আমার গানেও কিন্তু ঢোলের বাদ্য, ঝুনঝুনি রাখার চেষ্টা করি, আমার সেই ভালোবাসা থেকেই।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে