Ajker Patrika

দুই দশক পর আসিফের জন্য গান বানালেন মিল্টন খন্দকার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০০: ১৫
আসিফ আকবর ও মিল্টন খন্দকার। ছবি: সংগৃহীত
আসিফ আকবর ও মিল্টন খন্দকার। ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ সিনেমায় প্রথমবার মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দেন আসিফ আকবর। ‘সবুজের বুকে লাল’ শিরোনামের গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। এরপর বেশ কয়েকটি গানে একসঙ্গে কাজ করেন আসিফ-মিল্টন জুটি। তবে কোনো এক অজানা কারণে একসঙ্গে তাঁদের যাত্রাটা বেশি দিন স্থায়ী হয়নি। প্রায় দুই দশক পর আবার নতুন গান নিয়ে কাজ করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের ছবি পোস্ট করে এমনটাই জানালেন মিল্টন খন্দকার।

ফেসবুকে মিল্টন খন্দকার লেখেন, ‘আসিফও ডাকেনি, আমিও যাইনি। কেন ডাকেনি আর আমি কেন যাইনি? দুজনেই জানি না। ২০ বছর পর গান নিয়ে দুজনের বসা—কপাল ঘষা! যদি কিছু ঠিকরে বের হয়! আশা করতে তো আর দোষ নেই।’

নতুন গানের বিষয়ে আজকের পত্রিকাকে মিল্টন খন্দকার বলেন, ‘আসিফকে নিয়ে শহীদুল ইসলাম খোকনের লাল সবুজ সিনেমায় সবুজের বুকে লাল গানটি করেছিলাম। গানটি আমি আসিফের কথা ভেবেই বানিয়েছিলাম। এরপর কিছু সিনেমার গান ও মৌলিক গানও হয়েছে আমাদের। কিন্তু আসিফকে চিন্তা করে কোনো গান হয়নি। সে কথা ভেবেই ফেসবুকে লিখেছি, ২০ বছর পর আসিফের জন্য গান করছি।’

আসিফ-মিল্টন জুটির নতুন গানের শিরোনাম ‘এক যুবক’। মিছিলে যাবে বলে রাজপথে দাঁড়িয়ে একা—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। আজ আসিফ আকবরের স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে বলে জানিয়েছেন মিল্টন। তিনি বলেন, ‘দরাজ কণ্ঠ আসিফের। তার গলায় প্রতিবাদী গানগুলো অদ্ভুত সুন্দর হয়। এই গানও তার গলায় দারুণ মানাবে।’

কেন এত দিনের বিরতি? জানতে চাইলে মিল্টন খন্দকার বলেন, ‘কেন এই বিরতি, তা আমাদের জানা নেই। হঠাৎ কিছুদিন আগে এক অনুষ্ঠানে দেখা হলে আসিফ বলল, চলেন, একটা গান করি। আমি বললাম, কেন নয়! দুজনে বসে গেলাম নতুন গান নিয়ে পরিকল্পনা করতে। অনেক ভেবেচিন্তে চূড়ান্ত করলাম গানের প্রেক্ষাপট। এভাবেই এক যুবক শিরোনামের গানের সৃষ্টি। এখন রেকর্ডিংয়ের পালা। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত