আমেরিকান গায়িকা টেলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং উইথ মি’। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট।
সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি।
‘ফেরারলেস’ এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম ‘রেড’।
‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ এই বিখ্যাত গানটি ‘রেড’ অ্যালবামের। সম্প্রতি টেলর জানিয়েছেন, ‘রেড’ এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর।
নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে।
এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’।
গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে।
এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। ‘দ্য বিটলস’ ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।
আমেরিকান গায়িকা টেলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং উইথ মি’। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট।
সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি।
‘ফেরারলেস’ এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম ‘রেড’।
‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ এই বিখ্যাত গানটি ‘রেড’ অ্যালবামের। সম্প্রতি টেলর জানিয়েছেন, ‘রেড’ এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর।
নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে।
এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’।
গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে।
এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। ‘দ্য বিটলস’ ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৬ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৬ ঘণ্টা আগে