আমেরিকান গায়িকা টেলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং উইথ মি’। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট।
সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি।
‘ফেরারলেস’ এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম ‘রেড’।
‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ এই বিখ্যাত গানটি ‘রেড’ অ্যালবামের। সম্প্রতি টেলর জানিয়েছেন, ‘রেড’ এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর।
নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে।
এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’।
গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে।
এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। ‘দ্য বিটলস’ ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।
আমেরিকান গায়িকা টেলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। এক যুগ আগের সেই অ্যালবামের জনপ্রিয় দুটি গান ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং উইথ মি’। এ অ্যালবাম দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট।
সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সি এ গায়িকা। পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি।
‘ফেরারলেস’ এর তুমুল সাফল্যের পর আরও এক অ্যালবামের রিমেক নিয়ে ফিরছেন টেলর সুইফট। ২০১২ সালের অক্টোবরে প্রকাশ হওয়া ওই অ্যালবামের নাম ‘রেড’।
‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ এই বিখ্যাত গানটি ‘রেড’ অ্যালবামের। সম্প্রতি টেলর জানিয়েছেন, ‘রেড’ এর নতুন ভার্সনটি আসবে আগামী ১৯ নভেম্বর।
নতুন অ্যালবামে পুরনো গানগুলো তো থাকবেই। বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে কিছু অপ্রকাশিত গানও। যেগুলোর মধ্যে একটি গানের ডিউরেশন দশ মিনিট! শনিবার ইনস্টাগ্রামে নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পপগায়িকা।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ অবস্থানে।
এ সুখবরের হাত ধরে এসেছিল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’।
গত ৫৪ বছর ধরে ওই অবস্থান নিতে পারেনি কেউ। এতদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছিল, প্রকাশের ২৫৯ দিনের মধ্যে টেলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে।
এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ৫৪ বছর আগে। ‘দ্য বিটলস’ ব্যান্ডের তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৮ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৩ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৩ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৩ ঘণ্টা আগে