ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন। ভারতের সংগীত জগতের শীর্ষে আরোহণ করেও তিনি তাঁর জীবনের ধরন পরিবর্তন করেননি।
মঙ্গলবার ইন্ডিয়া টুডে জানিয়েছে, অরিজিৎ সিংয়ের বিপুল উপার্জন এবং সহজ সরল জীবনযাপন ও বিনয়ী আচরণ নিয়ে সম্প্রতি এক পডকাস্টে আলোচনা করেছেন রেপার ইক্কা সিং। রাফতার এবং ইক্কা সিংয়ের ওই পডকাস্টে তাঁরা আরিজিতের জীবনধারা নিয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন।
পডকাস্টে ইক্কা বলেছিলেন, ‘অরিজিৎ যে পরিমাণ টাকা উপার্জন করেন, তা আসলেই বিশাল। কিন্তু তাঁর কাপড়-চোপড় বা জীবনযাপনে এটি দেখা যায় না।’
ইক্কা আরও বলেন, ‘তাঁর উপার্জন আসলেই খুব অবিশ্বাস্য। আর ব্যক্তিত্বও দারুণ। সংগীত শিল্পে অনেকেই নিজেদের ধনী মনে করেন, এমনকি তাঁদের ধনীর মতোই দেখায়। এই তালিকাও আমরাও আছি। কিন্তু অরিজিৎ আমাদের এমন ১০০ জনের সমান।’
নিজের চোখে দেখা একটি ঘটনার উল্লেখ করে ইক্কা জানান, গাড়ি আসতে দেরি করায় অরিজিৎ একবার এটি অটোরিকশা নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন।
আরেকটি উদাহরণ দিয়ে ইক্কা বলেন, ‘তিনি (অরিজিৎ) বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে চান না। তবে কেউ তাঁকে পারফর্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল। এই অনুরোধ রেখে মুম্বাইতে একটি ডুপ্লেক্স বাড়ি পেয়েছিলেন তিনি। আপনি কি জানেন মুম্বাইতে একটি ডুপ্লেক্সের মূল্য কত? এক থেকে দেড় ঘণ্টার পারফরম্যান্সের জন্য তিনি সেটা পেয়েছিলেন।’
পডকাস্টের আলোচনায় আরিজিতের উপার্জনের সঙ্গে অস্কার বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের উপার্জনেরও তুলনা করা হয়। ইক্কা বলেন, ‘রহমান স্যার একটি লাইভ শো করার জন্য ৩ কোটি টাকা নেন। আপনি কি জানেন, অরিজিৎ স্যার কত নেন? এটা সময়ের ব্যাপার। তবে তিনি কখনো নিজের উপার্জনের বিষয়ে হইচই করেন না—এটাই আসল পার্থক্য।’
২০১৩ সালে রোমান্টিক সিনেমা ‘আশিকী ২’ এর ‘তুম হি হো’ গানের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অরিজিৎ সিং। এরপর তিনি ভারতীয় সিনেমায় ৪০০ টিরও বেশি গান গেয়েছেন। ৩৭ বছর বয়সী অরিজিৎ একবার বলেছিলেন, তিনি সাধারণ কুর্তা ও জিন্স পরতে পছন্দ করেন এবং বিলাসবহুল জীবনযাপনে বিশ্বাসী নন।
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন। ভারতের সংগীত জগতের শীর্ষে আরোহণ করেও তিনি তাঁর জীবনের ধরন পরিবর্তন করেননি।
মঙ্গলবার ইন্ডিয়া টুডে জানিয়েছে, অরিজিৎ সিংয়ের বিপুল উপার্জন এবং সহজ সরল জীবনযাপন ও বিনয়ী আচরণ নিয়ে সম্প্রতি এক পডকাস্টে আলোচনা করেছেন রেপার ইক্কা সিং। রাফতার এবং ইক্কা সিংয়ের ওই পডকাস্টে তাঁরা আরিজিতের জীবনধারা নিয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন।
পডকাস্টে ইক্কা বলেছিলেন, ‘অরিজিৎ যে পরিমাণ টাকা উপার্জন করেন, তা আসলেই বিশাল। কিন্তু তাঁর কাপড়-চোপড় বা জীবনযাপনে এটি দেখা যায় না।’
ইক্কা আরও বলেন, ‘তাঁর উপার্জন আসলেই খুব অবিশ্বাস্য। আর ব্যক্তিত্বও দারুণ। সংগীত শিল্পে অনেকেই নিজেদের ধনী মনে করেন, এমনকি তাঁদের ধনীর মতোই দেখায়। এই তালিকাও আমরাও আছি। কিন্তু অরিজিৎ আমাদের এমন ১০০ জনের সমান।’
নিজের চোখে দেখা একটি ঘটনার উল্লেখ করে ইক্কা জানান, গাড়ি আসতে দেরি করায় অরিজিৎ একবার এটি অটোরিকশা নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন।
আরেকটি উদাহরণ দিয়ে ইক্কা বলেন, ‘তিনি (অরিজিৎ) বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে চান না। তবে কেউ তাঁকে পারফর্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল। এই অনুরোধ রেখে মুম্বাইতে একটি ডুপ্লেক্স বাড়ি পেয়েছিলেন তিনি। আপনি কি জানেন মুম্বাইতে একটি ডুপ্লেক্সের মূল্য কত? এক থেকে দেড় ঘণ্টার পারফরম্যান্সের জন্য তিনি সেটা পেয়েছিলেন।’
পডকাস্টের আলোচনায় আরিজিতের উপার্জনের সঙ্গে অস্কার বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের উপার্জনেরও তুলনা করা হয়। ইক্কা বলেন, ‘রহমান স্যার একটি লাইভ শো করার জন্য ৩ কোটি টাকা নেন। আপনি কি জানেন, অরিজিৎ স্যার কত নেন? এটা সময়ের ব্যাপার। তবে তিনি কখনো নিজের উপার্জনের বিষয়ে হইচই করেন না—এটাই আসল পার্থক্য।’
২০১৩ সালে রোমান্টিক সিনেমা ‘আশিকী ২’ এর ‘তুম হি হো’ গানের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অরিজিৎ সিং। এরপর তিনি ভারতীয় সিনেমায় ৪০০ টিরও বেশি গান গেয়েছেন। ৩৭ বছর বয়সী অরিজিৎ একবার বলেছিলেন, তিনি সাধারণ কুর্তা ও জিন্স পরতে পছন্দ করেন এবং বিলাসবহুল জীবনযাপনে বিশ্বাসী নন।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
১৪ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
১৪ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
১৪ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
১৪ ঘণ্টা আগে