ভালোবাসা দিবসকে সুরে সুরে রাঙাতে শিল্পীরা প্রকাশ করেছেন নতুন গান। নির্বাচিত সেসব গানের খবর থাকছে এই প্রতিবেদনে।
বিনোদন প্রতিবেদক, ঢাকা
আসিফের ‘কষ্ট ভীষণ’
ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিয়ে এসেছেন ‘কষ্ট ভীষণ’ শিরোনামের গান। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে গানটি।
ন্যান্সির দুই গান
নিজের ইউটিউব চ্যানেল থেকে নতুন দুটি গান প্রকাশ করেছেন নাজমুন মনিরা ন্যান্সি। ‘প্রেমে পড়ার গান’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন, সংগীত জাহিদ নিরব। গুঞ্জন রহমানের লেখা ‘তোমারই আছি’ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। ভিডিও বানিয়েছেন ইব্রাহিম মাহাদি। দুটি গানের সঙ্গেই যুক্ত আছেন ন্যান্সির মেয়ে রোদেলা। প্রেমে পড়ার গানের ভিডিও পরিচালনা করার পাশাপাশি তোমারই আছি গানের ভিডিওতে মডেল হয়েছেন রোদেলা।
আট বছর পর ফুয়াদ-ইমরান
আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল-মুক্তাদির ও ইমরান মাহমুদুল। ভালোবাসা দিবস উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘মন বুঝলি না’। গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল-মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।
হাবিবের ‘পাগলা হাওয়া’
শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ গান দিয়ে চার বছর পর হাবিবের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এইচ ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে তৈরি পাগল হাওয়া গানের ভিডিওটি মুক্তি পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।
সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি
নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে এসেছেন সিঁথি সাহা। ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্ট। সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
আরও যাদের গান
এ ছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে তাহসান প্লেলিস্ট সিজন টু-এর প্রথম গান ‘প্রেমাতাল’। তালিকায় আরও আছে আগুন ও সালমার ‘আমি তোমারে হারালে মরিবো’, আকাশ মাহমুদ ও সালমার ‘জাদুরে মধুরে’, সানিয়া সুলতানা লিজার ‘তুমি এলে’, বাঁধন সরকার পূজার ‘এক জনমে হাজার মরণ’, আতিয়া আনিসার ‘মন পাখি’, ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্তু দাসের ‘মন্দ হতো না’, কিশোর দাসের ‘প্রেমে পড়ে যাই’, মনির খান ও প্রমা ইসলামের ‘তোমাকে চাই আমি এমন করে’, দিলশাদ নাহার কণা ও অয়ন চাকলাদারের ‘মন বলেছে চুপি চুপি’ ইত্যাদি।
আসিফের ‘কষ্ট ভীষণ’
ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিয়ে এসেছেন ‘কষ্ট ভীষণ’ শিরোনামের গান। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে গানটি।
ন্যান্সির দুই গান
নিজের ইউটিউব চ্যানেল থেকে নতুন দুটি গান প্রকাশ করেছেন নাজমুন মনিরা ন্যান্সি। ‘প্রেমে পড়ার গান’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন, সংগীত জাহিদ নিরব। গুঞ্জন রহমানের লেখা ‘তোমারই আছি’ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। ভিডিও বানিয়েছেন ইব্রাহিম মাহাদি। দুটি গানের সঙ্গেই যুক্ত আছেন ন্যান্সির মেয়ে রোদেলা। প্রেমে পড়ার গানের ভিডিও পরিচালনা করার পাশাপাশি তোমারই আছি গানের ভিডিওতে মডেল হয়েছেন রোদেলা।
আট বছর পর ফুয়াদ-ইমরান
আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল-মুক্তাদির ও ইমরান মাহমুদুল। ভালোবাসা দিবস উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘মন বুঝলি না’। গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল-মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।
হাবিবের ‘পাগলা হাওয়া’
শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ গান দিয়ে চার বছর পর হাবিবের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এইচ ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে তৈরি পাগল হাওয়া গানের ভিডিওটি মুক্তি পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।
সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি
নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে এসেছেন সিঁথি সাহা। ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্ট। সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
আরও যাদের গান
এ ছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে তাহসান প্লেলিস্ট সিজন টু-এর প্রথম গান ‘প্রেমাতাল’। তালিকায় আরও আছে আগুন ও সালমার ‘আমি তোমারে হারালে মরিবো’, আকাশ মাহমুদ ও সালমার ‘জাদুরে মধুরে’, সানিয়া সুলতানা লিজার ‘তুমি এলে’, বাঁধন সরকার পূজার ‘এক জনমে হাজার মরণ’, আতিয়া আনিসার ‘মন পাখি’, ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্তু দাসের ‘মন্দ হতো না’, কিশোর দাসের ‘প্রেমে পড়ে যাই’, মনির খান ও প্রমা ইসলামের ‘তোমাকে চাই আমি এমন করে’, দিলশাদ নাহার কণা ও অয়ন চাকলাদারের ‘মন বলেছে চুপি চুপি’ ইত্যাদি।
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৭ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে