২৭ জুন কিংবদন্তি ভারতীয় সুরকার রাহুল দেব বর্মণের ৮৫তম জন্মদিন। জন্মদিনে তাঁর অপ্রকাশিত পাঁচটি গান নিয়ে প্রকাশ পাচ্ছে নতুন অ্যালবাম। ৪০ বছর আগে সুর করা গানগুলো নিয়ে ‘পাঁচে পঞ্চম’ শিরোনামের অ্যালবামে থাকছে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান।
অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো নাথালিয়া। গানগুলো শোনা যাবে ‘ফ্লিক্সবাগ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।
রাহুল দেব বর্মণের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ পদক্ষেপ। পাঁচটি গানের মধ্যে—‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা ভোঁসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।
জানা গেছে, রাহুল দেব বর্মণ ৪০ বছর আগে একটি বাংলা সিনেমার জন্য গানগুলো তৈরি করেছিলেন। কোনও বিশেষ কারণে সেগুলো ব্যবহার করা হয়নি। তাঁর ৮৫তম জন্মদিনকে স্মরণীয় করতে সংস্থার এই বিশেষ পদক্ষেপ।
আর ডি বর্মণ সংগীত পরিচালনায় তাঁর ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ সিনেমায়। পরের তিন দশকেরও বেশি সময় ধরে তার সুরেই জনপ্রিয়তা লাভ করেছে ‘ইয়াদো কি বারাত’, ‘গোলমাল’, ‘খুবসুরাত’, ‘সানাম তেরি কাসাম’, ‘শোলে’, ‘রকি’র মতো সিনেমার গানগুলো।
২৭ জুন কিংবদন্তি ভারতীয় সুরকার রাহুল দেব বর্মণের ৮৫তম জন্মদিন। জন্মদিনে তাঁর অপ্রকাশিত পাঁচটি গান নিয়ে প্রকাশ পাচ্ছে নতুন অ্যালবাম। ৪০ বছর আগে সুর করা গানগুলো নিয়ে ‘পাঁচে পঞ্চম’ শিরোনামের অ্যালবামে থাকছে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান।
অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো নাথালিয়া। গানগুলো শোনা যাবে ‘ফ্লিক্সবাগ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।
রাহুল দেব বর্মণের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ পদক্ষেপ। পাঁচটি গানের মধ্যে—‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা ভোঁসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।
জানা গেছে, রাহুল দেব বর্মণ ৪০ বছর আগে একটি বাংলা সিনেমার জন্য গানগুলো তৈরি করেছিলেন। কোনও বিশেষ কারণে সেগুলো ব্যবহার করা হয়নি। তাঁর ৮৫তম জন্মদিনকে স্মরণীয় করতে সংস্থার এই বিশেষ পদক্ষেপ।
আর ডি বর্মণ সংগীত পরিচালনায় তাঁর ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ সিনেমায়। পরের তিন দশকেরও বেশি সময় ধরে তার সুরেই জনপ্রিয়তা লাভ করেছে ‘ইয়াদো কি বারাত’, ‘গোলমাল’, ‘খুবসুরাত’, ‘সানাম তেরি কাসাম’, ‘শোলে’, ‘রকি’র মতো সিনেমার গানগুলো।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে