বিনোদন ডেস্ক
কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়্যালিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়্যালিটি শো এর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
৪ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৮ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৮ ঘণ্টা আগে