কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
নতুন নাটক ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’-এর প্রদর্শনী এবং অনুস্বর সংলাপ নামের একটা অনুষ্ঠানের আয়োজন করছি। প্রতিবছর এই সংলাপে একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসা হয় নাট্যকর্মী ও দর্শকদের সামনে। নির্দিষ্ট বিষয়ের ওপর তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে শুরু হয় সংলাপ। দর্শকেরা অতিথিকে প্রশ্ন করেন।
২ ঘণ্টা আগেপারিবারিক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারিক স্বপন, সমাপ্তি মাসুক প্রমুখ।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেউত্তরার লাবণী শুটিং হাউসে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। নোটিশটি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
১১ ঘণ্টা আগে