নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবনের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। আর এতে ডিলানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে চলতি বছরের আগস্টেই সিনেমাটির শুটিং শুরু হবে। ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জেমস ম্যানগোল্ড।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ম্যানগোল্ড বলেন, ‘বব ডিলানের গল্পটি চমৎকার হবে। ডিলান মাত্র দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন। কিন্তু পরে মাত্র তিন বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী।’
সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, ছবিতে ডিলানের সঙ্গে উডি গাথরি, পিট সিগার থেকে জোয়ান বায়েজের মতো চরিত্রগুলোও থাকবে। তবে এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
জনপ্রিয় সংগীতশিল্পী বব ডিলান ১৯৫৯ সালে গানের জগতে পা রাখেন। ক্যারিয়ারে শুরু থেকেই অনন্য কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেছেন ডিলান।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড। এরপরে এতে যুক্ত হন শ্যালামে। এমনকি পর্দায় গায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিটারও শিখেছেন এ অভিনেতা।
২০১৭ সালে কল মি বাই ইয়োর নেম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান তরুণ অভিনেতা শ্যালামে। ছবিটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন এনে দেয়। এরপর একে একে করেছেন লেডি বার্ড, লিটল ওমেন, ডিউন, বোনস অ্যান্ড অল-এর মতো প্রশংসিত সিনেমা।
নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবনের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। আর এতে ডিলানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে চলতি বছরের আগস্টেই সিনেমাটির শুটিং শুরু হবে। ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জেমস ম্যানগোল্ড।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ম্যানগোল্ড বলেন, ‘বব ডিলানের গল্পটি চমৎকার হবে। ডিলান মাত্র দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন। কিন্তু পরে মাত্র তিন বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী।’
সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, ছবিতে ডিলানের সঙ্গে উডি গাথরি, পিট সিগার থেকে জোয়ান বায়েজের মতো চরিত্রগুলোও থাকবে। তবে এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
জনপ্রিয় সংগীতশিল্পী বব ডিলান ১৯৫৯ সালে গানের জগতে পা রাখেন। ক্যারিয়ারে শুরু থেকেই অনন্য কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেছেন ডিলান।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড। এরপরে এতে যুক্ত হন শ্যালামে। এমনকি পর্দায় গায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিটারও শিখেছেন এ অভিনেতা।
২০১৭ সালে কল মি বাই ইয়োর নেম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান তরুণ অভিনেতা শ্যালামে। ছবিটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন এনে দেয়। এরপর একে একে করেছেন লেডি বার্ড, লিটল ওমেন, ডিউন, বোনস অ্যান্ড অল-এর মতো প্রশংসিত সিনেমা।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে