Ajker Patrika

চাঁদরাতে নতুন গান নিয়ে আসছেন জেমস

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৪: ১১
চাঁদরাতে নতুন গান নিয়ে আসছেন জেমস

বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস। গতবারের মতো এবারও রোজার ঈদের চাঁদরাতে নতুন গান নিয়ে হাজির হবেন তিনি। গানটি মুক্তি পাবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে।

বসুন্ধরা ডিজিটাল তাদের ফেসবুকে গানের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানায়, চাঁদরাতে আবার নতুন গান নিয়ে আসছেন গুরু। তবে গানের নাম কী হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তারা।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের রোজার ঈদের মতোই এবারের গানটি জেমসের ভক্তদের জন্য ঈদ উপহার। আগামী ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বাকি তথ্য জানানো হবে। আশা করি জেমসের ভক্তরা গানটি গ্রহণ করবেন।’  

গেল বছর ঈদুল ফিতরের চাঁদরাতে সর্বশেষ প্রকাশ পেয়েছিল জেমসের মৌলিক গান। সে সময় বসুন্ধরা ডিজিটাল নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামে রিলিজ পায় তাঁর গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত