‘থিংকিং আউট লাউড’ গানটি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে কপিরাইট মামলায় জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়। সংগীতশিল্পী শিরান এই মামলা হারলে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ম্যানহাটন ফেডারেল আদালত বলছে, শিরান তাঁর ওই ‘হিট’ গানটি রচনায় শিল্পী মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি নকল করেননি, বরং তিনি স্বাধীনভাবে গানটি তৈরি করেছেন।
আদালতের বাইরে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খুব খুশি আমি। মনে হচ্ছে আমাকে অবসরে যেতে হচ্ছে না। কিন্তু আমি একই সঙ্গে পুরোপুরি হতাশ যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আদালত পর্যন্ত এসেছে।’
মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি প্রকাশ হয় ১৯৭৩ সালে। ওই গানটি ‘নকলের’ অভিযোগ এনে শিরানের বিরুদ্ধে মামলা করেন গানের সহগীতিকার এড টাউনসেন্ডের মেয়ে ক্যাথরিন টাউনসেন্ড।
রায়ের পর আদালতের বাইরে এসে সাংবাদিকদের এড়াতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন ক্যাথরিন। সে সময় তিনি শুধু বলেন, ‘ঈশ্বর সব সময় ভালো।’
গত ২৮ এপ্রিল শিরান ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলার শুনানিতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে ২০১৪ সালে রচিত থিংকিং আউট লাউড গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। শুনানিতে তিনি গিটার বাজিয়ে জুরিদের গানটি গেয়েও শোনান। ওই দিন নিজের ক্যারিয়ার নিয়ে এড শিরান বলেছিলেন, ‘দোষী সাব্যস্ত হলে থেমে যাব।’
শিরানের বিরুদ্ধে গান নকলের অভিযোগ এর আগেও উঠেছে। ২০১৭ সালে ‘শেপ অব ইউ’ গানটির জন্য শিরানের বিরুদ্ধে মামলা হয়। গত বছর লন্ডন হাইকোর্টে সেই কপিরাইট মামলায় রায় আসে শিরানের পক্ষে।
‘থিংকিং আউট লাউড’ গানটি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে কপিরাইট মামলায় জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়। সংগীতশিল্পী শিরান এই মামলা হারলে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ম্যানহাটন ফেডারেল আদালত বলছে, শিরান তাঁর ওই ‘হিট’ গানটি রচনায় শিল্পী মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি নকল করেননি, বরং তিনি স্বাধীনভাবে গানটি তৈরি করেছেন।
আদালতের বাইরে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খুব খুশি আমি। মনে হচ্ছে আমাকে অবসরে যেতে হচ্ছে না। কিন্তু আমি একই সঙ্গে পুরোপুরি হতাশ যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আদালত পর্যন্ত এসেছে।’
মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি প্রকাশ হয় ১৯৭৩ সালে। ওই গানটি ‘নকলের’ অভিযোগ এনে শিরানের বিরুদ্ধে মামলা করেন গানের সহগীতিকার এড টাউনসেন্ডের মেয়ে ক্যাথরিন টাউনসেন্ড।
রায়ের পর আদালতের বাইরে এসে সাংবাদিকদের এড়াতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন ক্যাথরিন। সে সময় তিনি শুধু বলেন, ‘ঈশ্বর সব সময় ভালো।’
গত ২৮ এপ্রিল শিরান ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলার শুনানিতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে ২০১৪ সালে রচিত থিংকিং আউট লাউড গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। শুনানিতে তিনি গিটার বাজিয়ে জুরিদের গানটি গেয়েও শোনান। ওই দিন নিজের ক্যারিয়ার নিয়ে এড শিরান বলেছিলেন, ‘দোষী সাব্যস্ত হলে থেমে যাব।’
শিরানের বিরুদ্ধে গান নকলের অভিযোগ এর আগেও উঠেছে। ২০১৭ সালে ‘শেপ অব ইউ’ গানটির জন্য শিরানের বিরুদ্ধে মামলা হয়। গত বছর লন্ডন হাইকোর্টে সেই কপিরাইট মামলায় রায় আসে শিরানের পক্ষে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগরবাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৯ মিনিট আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৫ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৫ ঘণ্টা আগে