বিনোদন ডেস্ক
‘থিংকিং আউট লাউড’ গানটি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে কপিরাইট মামলায় জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়। সংগীতশিল্পী শিরান এই মামলা হারলে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ম্যানহাটন ফেডারেল আদালত বলছে, শিরান তাঁর ওই ‘হিট’ গানটি রচনায় শিল্পী মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি নকল করেননি, বরং তিনি স্বাধীনভাবে গানটি তৈরি করেছেন।
আদালতের বাইরে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খুব খুশি আমি। মনে হচ্ছে আমাকে অবসরে যেতে হচ্ছে না। কিন্তু আমি একই সঙ্গে পুরোপুরি হতাশ যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আদালত পর্যন্ত এসেছে।’
মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি প্রকাশ হয় ১৯৭৩ সালে। ওই গানটি ‘নকলের’ অভিযোগ এনে শিরানের বিরুদ্ধে মামলা করেন গানের সহগীতিকার এড টাউনসেন্ডের মেয়ে ক্যাথরিন টাউনসেন্ড।
রায়ের পর আদালতের বাইরে এসে সাংবাদিকদের এড়াতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন ক্যাথরিন। সে সময় তিনি শুধু বলেন, ‘ঈশ্বর সব সময় ভালো।’
গত ২৮ এপ্রিল শিরান ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলার শুনানিতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে ২০১৪ সালে রচিত থিংকিং আউট লাউড গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। শুনানিতে তিনি গিটার বাজিয়ে জুরিদের গানটি গেয়েও শোনান। ওই দিন নিজের ক্যারিয়ার নিয়ে এড শিরান বলেছিলেন, ‘দোষী সাব্যস্ত হলে থেমে যাব।’
শিরানের বিরুদ্ধে গান নকলের অভিযোগ এর আগেও উঠেছে। ২০১৭ সালে ‘শেপ অব ইউ’ গানটির জন্য শিরানের বিরুদ্ধে মামলা হয়। গত বছর লন্ডন হাইকোর্টে সেই কপিরাইট মামলায় রায় আসে শিরানের পক্ষে।
‘থিংকিং আউট লাউড’ গানটি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে কপিরাইট মামলায় জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়। সংগীতশিল্পী শিরান এই মামলা হারলে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ম্যানহাটন ফেডারেল আদালত বলছে, শিরান তাঁর ওই ‘হিট’ গানটি রচনায় শিল্পী মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি নকল করেননি, বরং তিনি স্বাধীনভাবে গানটি তৈরি করেছেন।
আদালতের বাইরে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খুব খুশি আমি। মনে হচ্ছে আমাকে অবসরে যেতে হচ্ছে না। কিন্তু আমি একই সঙ্গে পুরোপুরি হতাশ যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আদালত পর্যন্ত এসেছে।’
মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি প্রকাশ হয় ১৯৭৩ সালে। ওই গানটি ‘নকলের’ অভিযোগ এনে শিরানের বিরুদ্ধে মামলা করেন গানের সহগীতিকার এড টাউনসেন্ডের মেয়ে ক্যাথরিন টাউনসেন্ড।
রায়ের পর আদালতের বাইরে এসে সাংবাদিকদের এড়াতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন ক্যাথরিন। সে সময় তিনি শুধু বলেন, ‘ঈশ্বর সব সময় ভালো।’
গত ২৮ এপ্রিল শিরান ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলার শুনানিতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে ২০১৪ সালে রচিত থিংকিং আউট লাউড গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। শুনানিতে তিনি গিটার বাজিয়ে জুরিদের গানটি গেয়েও শোনান। ওই দিন নিজের ক্যারিয়ার নিয়ে এড শিরান বলেছিলেন, ‘দোষী সাব্যস্ত হলে থেমে যাব।’
শিরানের বিরুদ্ধে গান নকলের অভিযোগ এর আগেও উঠেছে। ২০১৭ সালে ‘শেপ অব ইউ’ গানটির জন্য শিরানের বিরুদ্ধে মামলা হয়। গত বছর লন্ডন হাইকোর্টে সেই কপিরাইট মামলায় রায় আসে শিরানের পক্ষে।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৪ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪ ঘণ্টা আগে