Ajker Patrika

মাতিয়ে গেল রকফেস্ট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ১৪
মাতিয়ে গেল রকফেস্ট

বছর শেষে মাতিয়ে গেল রকফেস্ট। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বৃহস্পতিবার রাতে বসেছিল এ বছরের রকফেস্ট। ২০১৯ সালের পর এবার হলো আসরটির দ্বিতীয় আয়োজন। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কনসার্ট চলে রাত পর্যন্ত। ১৫টি ব্যান্ড নিয়ে এ বছরের রকফেস্ট আয়োজন করে স্কাইট্র্যাকার লিমিটেড আর পৃষ্ঠপোষকতায় ছিল বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন।

রকফেস্টের অন্যতম আকর্ষণ ছিল ব্যান্ড ইন্দালো। গাইছেন ব্যান্ডটির ভোকাল জন কবিররকফেস্টকে ঘিরে দিনজুড়ে ছিল উন্মাদনা। দেশের নানা প্রান্ত থেকে রকপাগল তারুণ্য এসে জমায়েত হয়েছিল উৎসবস্থলে। তাঁরা দল বেঁধে নেচে-গেয়ে উপভোগ করেছে প্রিয় ব্যান্ডের পারফরমেন্স।

মঞ্চে ব্যান্ড অ্যাভয়েড রাফা। তাঁরাও বাড়িয়ে দিয়েছেন রকফেস্টের উন্মাদনাএবারের রকফেস্টের মাধ্যমে ঢাকার মঞ্চে চার বছরের বিরতি ভাঙে ব্যান্ড অর্থহীন।

রকফেস্টে ছিল তরুণ প্রজন্মের প্রিয় ব্যান্ড ওয়ারফেজগেয়েছে ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা, ইন্দালো, দ্য ট্রি, আফটারম্যাথ, ব্রক্ষ্মপুত্র, সাবকনশাস, আরেকটা রক ব্যান্ড, ট্র্যাশ, শুভযাত্রা, কনক্লুশনসহ ১৫টি ব্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত