যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁর বিড়ালদের নামও সবার জানা। সুইফটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে দেখা মেলে তাঁর বিড়ালদের। নিজেকে তিনি তিন বিড়াল—অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে ও বেঞ্জামিন বাটনের মা বলে পরিচয় দেন।
এবার তাঁর বিড়াল অলিভিয়া বেনসনের জন্য তিনি হয়েছেন সংবাদপত্রের শিরোনাম। ‘অল অ্যাবাউট ক্যাটসের’ প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। বিড়ালটির সার্বিক সম্পদমূল্য ৯ কোটি ৭০ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে অলিভিয়াকে ক্যামিও (অতিথি চরিত্র) উপস্থাপন করে এই সম্পদমূল্য তৈরি হয়েছে। ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।
ইনস্টাগ্রামে পোষা প্রাণীদের ছবি দিয়ে শেয়ার করা পোস্টগুলোর লাইক এবং পোস্টগুলো থেকে পাওয়া টাকার পরিমাণ পর্যবেক্ষণ করে অল অ্যাবাউট ক্যাটস তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। ২০২০ সালে বেনসনের সোফার বসে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সুইফট, ওই ছবিতে লাইক পড়ে ২০ লাখের বেশি।
স্কটিশ বিড়াল অলিভিয়া বেনসনকে ২০১৪ সালে টেলর সুইফট দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’-এর একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম। টেলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই বিড়ালটিকে দেখা যায়।
এ তালিকায় সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাব লাভ করেছে গুন্থার করপোরেশনের জার্মান শেফার্ড কুকুর ‘গুন্থার সিক্স’। এর মূল্য ৫০ কোটি ডলার। ২০০০ সালে পপসম্রাজ্ঞী ম্যাডোনার মিয়ামি ম্যানশন কিনে এই কুকুরের নামে নিবন্ধন করার পর বেশ শোরগোল পড়ে যায়। ওই বাড়িই ২ কোটি ৯০ লাখ ডলারে সম্প্রতি বিক্রি হয়।
আর দ্বিতীয় ধনী পোষ্য বিড়ালের নাম নালা ক্যাট, যার দাম ১০ কোটি ডলার। ইনস্টাগ্রামে ৪০ লাখ অনুসরণকারী নিয়ে কিছুদিন আগেই নালা ক্যাট সর্বাধিক জনপ্রিয় বিড়ালের খেতাব জিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁর বিড়ালদের নামও সবার জানা। সুইফটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে দেখা মেলে তাঁর বিড়ালদের। নিজেকে তিনি তিন বিড়াল—অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে ও বেঞ্জামিন বাটনের মা বলে পরিচয় দেন।
এবার তাঁর বিড়াল অলিভিয়া বেনসনের জন্য তিনি হয়েছেন সংবাদপত্রের শিরোনাম। ‘অল অ্যাবাউট ক্যাটসের’ প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। বিড়ালটির সার্বিক সম্পদমূল্য ৯ কোটি ৭০ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে অলিভিয়াকে ক্যামিও (অতিথি চরিত্র) উপস্থাপন করে এই সম্পদমূল্য তৈরি হয়েছে। ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।
ইনস্টাগ্রামে পোষা প্রাণীদের ছবি দিয়ে শেয়ার করা পোস্টগুলোর লাইক এবং পোস্টগুলো থেকে পাওয়া টাকার পরিমাণ পর্যবেক্ষণ করে অল অ্যাবাউট ক্যাটস তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। ২০২০ সালে বেনসনের সোফার বসে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সুইফট, ওই ছবিতে লাইক পড়ে ২০ লাখের বেশি।
স্কটিশ বিড়াল অলিভিয়া বেনসনকে ২০১৪ সালে টেলর সুইফট দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’-এর একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম। টেলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই বিড়ালটিকে দেখা যায়।
এ তালিকায় সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাব লাভ করেছে গুন্থার করপোরেশনের জার্মান শেফার্ড কুকুর ‘গুন্থার সিক্স’। এর মূল্য ৫০ কোটি ডলার। ২০০০ সালে পপসম্রাজ্ঞী ম্যাডোনার মিয়ামি ম্যানশন কিনে এই কুকুরের নামে নিবন্ধন করার পর বেশ শোরগোল পড়ে যায়। ওই বাড়িই ২ কোটি ৯০ লাখ ডলারে সম্প্রতি বিক্রি হয়।
আর দ্বিতীয় ধনী পোষ্য বিড়ালের নাম নালা ক্যাট, যার দাম ১০ কোটি ডলার। ইনস্টাগ্রামে ৪০ লাখ অনুসরণকারী নিয়ে কিছুদিন আগেই নালা ক্যাট সর্বাধিক জনপ্রিয় বিড়ালের খেতাব জিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৩ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে