ঈদের সকালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জেমসের নতুন গান ‘সবই ভুল’। প্রয়াত গীতিকার বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন জেমস নিজেই, সুরও করেছেন তিনি।
আজ শনিবার সকালে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন এই গানের ভিডিওচিত্রে জেমসও অংশ নিয়েছেন। গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পীকে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
‘তারে হারিয়ে বুঝেছি, সে যে কী ছিল আমার’—দরাজ কণ্ঠে সেই চিরচেনা জেমস। কে বলবে মানুষটার বয়স ষাটের কাছাকাছি! গুরুর এমন গানের জন্যই তো যুগ যুগ অপেক্ষা করে আছে তাঁর ভক্তরা।
যে বিশুর ‘দুষ্টু ছেলের দল’, ‘তুফান’, ‘বিজলী’, ‘সেলাই দিদিমণি’সহ জেমসের গাওয়া এমন অনেক গানে শ্রোতারা উন্মাতাল হয়েছিল, সেই বিশুর সঙ্গে জেমসের বন্ধুত্ব অনেক দিনের। গত ২২ জানুয়ারি দীর্ঘদিনের সহযাত্রী এই গীতিকবির মৃত্যুতে শোকাহত জেমস ছুটে গিয়েছিলেন নড়াইলের লোহাগড়ায় বিশুর পরিবারের সঙ্গে দেখা করতে। দেখভালের দায়িত্ব নিয়েছিলেন বিশুর পরিবারের।
গত ১৭ এপ্রিল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এর কনফারেন্স রুমে জেমসের এই নতুন গান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেমস বলেন, ‘গতবারের গানটি থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, সেটি মাথায় রেখেই নতুন এই গান করা। কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। ‘আই লাভ ইউ’ শিরোনামে তাঁর প্রথম গানটি প্রকাশিত হয়েছিল গত বছরের ঈদুল ফিতরে।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পী বলিউডেও গেয়েছেন।
ঈদের সকালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জেমসের নতুন গান ‘সবই ভুল’। প্রয়াত গীতিকার বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন জেমস নিজেই, সুরও করেছেন তিনি।
আজ শনিবার সকালে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন এই গানের ভিডিওচিত্রে জেমসও অংশ নিয়েছেন। গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পীকে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
‘তারে হারিয়ে বুঝেছি, সে যে কী ছিল আমার’—দরাজ কণ্ঠে সেই চিরচেনা জেমস। কে বলবে মানুষটার বয়স ষাটের কাছাকাছি! গুরুর এমন গানের জন্যই তো যুগ যুগ অপেক্ষা করে আছে তাঁর ভক্তরা।
যে বিশুর ‘দুষ্টু ছেলের দল’, ‘তুফান’, ‘বিজলী’, ‘সেলাই দিদিমণি’সহ জেমসের গাওয়া এমন অনেক গানে শ্রোতারা উন্মাতাল হয়েছিল, সেই বিশুর সঙ্গে জেমসের বন্ধুত্ব অনেক দিনের। গত ২২ জানুয়ারি দীর্ঘদিনের সহযাত্রী এই গীতিকবির মৃত্যুতে শোকাহত জেমস ছুটে গিয়েছিলেন নড়াইলের লোহাগড়ায় বিশুর পরিবারের সঙ্গে দেখা করতে। দেখভালের দায়িত্ব নিয়েছিলেন বিশুর পরিবারের।
গত ১৭ এপ্রিল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এর কনফারেন্স রুমে জেমসের এই নতুন গান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেমস বলেন, ‘গতবারের গানটি থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, সেটি মাথায় রেখেই নতুন এই গান করা। কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। ‘আই লাভ ইউ’ শিরোনামে তাঁর প্রথম গানটি প্রকাশিত হয়েছিল গত বছরের ঈদুল ফিতরে।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পী বলিউডেও গেয়েছেন।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
৩ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৭ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে