বিনোদন প্রতিবেদক, ঢাকা
কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর। তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কাওসার আহমেদ চৌধুরী বলেছিলেন, ‘সারা জীবন এক স্টেশনের টিকিট কেটে উঠেছি গাড়িতে, আর নেমে গেছি কোনো অজানা স্টেশনে। যেখানে নামার কথা ছিল না। চলচ্চিত্র মাথায় ছিল। চলচ্চিত্র সম্পর্কেও পড়াশোনা করেছি। তারপর চাকরি জীবনে এসে আমি ঋত্বিক কুমার ঘটকের শিষ্য, মানে তাঁর সন্তানের মতো থাকতাম। একই ঘরে একই বিছানায় ঘুমিয়েছি। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পাঠানোর জন্য আমাকে সিলেক্ট করেছিলেন। তবে কোনো কারণে আমার যাওয়া হয়নি। তাঁর শেষ ছবি ‘‘যুক্তি তক্কো গপ্পো’’তে আমাকে একটা চরিত্রেও মনোনয়ন করেছিলেন।’
ঋত্বিক ঘটক এবং কাওসার আহমেদ চৌধুরী—দুজনের কেউ আজ বেঁচে নেই। তাঁদের সম্পর্কের গভীর ভাব, আবেগ আর শূন্যতার বেদনায় কাওসার আহমেদ চৌধুরী লিখেছিলেন ‘স্মরণে ঋত্বিক’ শিরোনামের গান। তবে গানটি প্রকাশের আগেই পরপারে চলে যান গীতিকার। অবশেষে সেই অপ্রকাশিত গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী নাফিস কামাল।
নাফিস জানান, ২২ ফেব্রুয়ারি কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে মুক্তি পাবে এই গানের ভিডিও। স্মরণে ঋত্বিক গানের সুর করেছেন সৈয়দ কল্লোল, সংগীতায়োজনে তুষার রহমান। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এবং কুল এক্সপোজারের প্রযোজনায় গানটি প্রকাশ পাচ্ছে। ভিডিও পরিচালনা করেছেন সাগর সেন ও শেহাজ সিন্ধু।
কুল এক্সপোজারের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টিংকু বলেন, ‘কাওসার আহমেদ চৌধুরী এই অনবদ্য গান নাফিস কামালের হাতে তুলে দিয়েছিলেন সংগীতায়োজনের জন্য। যদিও এর সুরারোপ শুনে যেতে পারেননি তিনি। আর ঋত্বিক ঘটককে আমরা হারিয়েছি সেই ১৯৭৬ সালে। তবে দুজনের হৃদয়ে ছিল বাংলাদেশের প্রতি ভালোবাসা, যা প্রতিফলিত হয়েছে এই গানের চিত্রায়ণে।’ সুরকার সৈয়দ কল্লোল জানান, গানটির মধ্যে তাঁদের শিল্প, সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রচর্চার বর্ণনার মাধ্যমে উঠে এসেছে বাংলার মানুষের জীবনসংগ্রাম, দুর্দশা ও আত্মপরিচয়ের সন্ধান।
কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র সন্তান প্রতীক তাঁর বাবার অপ্রকাশিত গানটি রিলিজ হচ্ছে জেনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাবার গানটির অরিজিনাল স্ক্রিপ্ট থেকে শুরু করে সেই সময়ের কিছু ফটোগ্রাফ ও দুর্লভ তথ্য প্রদান করে সহায়তা করেছেন তিনি।
কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর। তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কাওসার আহমেদ চৌধুরী বলেছিলেন, ‘সারা জীবন এক স্টেশনের টিকিট কেটে উঠেছি গাড়িতে, আর নেমে গেছি কোনো অজানা স্টেশনে। যেখানে নামার কথা ছিল না। চলচ্চিত্র মাথায় ছিল। চলচ্চিত্র সম্পর্কেও পড়াশোনা করেছি। তারপর চাকরি জীবনে এসে আমি ঋত্বিক কুমার ঘটকের শিষ্য, মানে তাঁর সন্তানের মতো থাকতাম। একই ঘরে একই বিছানায় ঘুমিয়েছি। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পাঠানোর জন্য আমাকে সিলেক্ট করেছিলেন। তবে কোনো কারণে আমার যাওয়া হয়নি। তাঁর শেষ ছবি ‘‘যুক্তি তক্কো গপ্পো’’তে আমাকে একটা চরিত্রেও মনোনয়ন করেছিলেন।’
ঋত্বিক ঘটক এবং কাওসার আহমেদ চৌধুরী—দুজনের কেউ আজ বেঁচে নেই। তাঁদের সম্পর্কের গভীর ভাব, আবেগ আর শূন্যতার বেদনায় কাওসার আহমেদ চৌধুরী লিখেছিলেন ‘স্মরণে ঋত্বিক’ শিরোনামের গান। তবে গানটি প্রকাশের আগেই পরপারে চলে যান গীতিকার। অবশেষে সেই অপ্রকাশিত গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী নাফিস কামাল।
নাফিস জানান, ২২ ফেব্রুয়ারি কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে মুক্তি পাবে এই গানের ভিডিও। স্মরণে ঋত্বিক গানের সুর করেছেন সৈয়দ কল্লোল, সংগীতায়োজনে তুষার রহমান। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এবং কুল এক্সপোজারের প্রযোজনায় গানটি প্রকাশ পাচ্ছে। ভিডিও পরিচালনা করেছেন সাগর সেন ও শেহাজ সিন্ধু।
কুল এক্সপোজারের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টিংকু বলেন, ‘কাওসার আহমেদ চৌধুরী এই অনবদ্য গান নাফিস কামালের হাতে তুলে দিয়েছিলেন সংগীতায়োজনের জন্য। যদিও এর সুরারোপ শুনে যেতে পারেননি তিনি। আর ঋত্বিক ঘটককে আমরা হারিয়েছি সেই ১৯৭৬ সালে। তবে দুজনের হৃদয়ে ছিল বাংলাদেশের প্রতি ভালোবাসা, যা প্রতিফলিত হয়েছে এই গানের চিত্রায়ণে।’ সুরকার সৈয়দ কল্লোল জানান, গানটির মধ্যে তাঁদের শিল্প, সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রচর্চার বর্ণনার মাধ্যমে উঠে এসেছে বাংলার মানুষের জীবনসংগ্রাম, দুর্দশা ও আত্মপরিচয়ের সন্ধান।
কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র সন্তান প্রতীক তাঁর বাবার অপ্রকাশিত গানটি রিলিজ হচ্ছে জেনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাবার গানটির অরিজিনাল স্ক্রিপ্ট থেকে শুরু করে সেই সময়ের কিছু ফটোগ্রাফ ও দুর্লভ তথ্য প্রদান করে সহায়তা করেছেন তিনি।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১০ ঘণ্টা আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১০ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১০ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
১ দিন আগে