Ajker Patrika

হাবিবের নতুন উদ্যোগ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪: ১৬
হাবিবের নতুন উদ্যোগ

৫ জুলাই সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন, ‘বৃষ্টি যদি আর না থামে আজ...’। বাকিটা লিখতে বলেছেন ভক্তদের। তাদের দেওয়া একের পর এক বাক্যে একটি পুরো গান সাজাতে চান তিনি। হাবিব বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই সুন্দর সুন্দর লাইন লিখেছেন! আমি সারপ্রাইজড! বলেছিলাম এক লাইন করে নেব, কিন্তু একজনের লেখা চার লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’

এর মধ্যে ইব্রিদ হাসান পুলক নামের এক ভক্তের গান এতটাই তাঁর ভালো লাগে যে সেটি ফেসবুকে পোস্ট করেছেন। গানের কথা, ‘বৃষ্টি যদি আর না থামে আজ, আলতো ছোঁয়ায় ভাঙাব যে লাজ। কালো মেঘে ঢেকেছে আকাশ, শোনো এ হৃদয়ে তোমার বসবাস!’

শুরুতে হাবিব ভেবেছিলেন কয়েকজন নিয়ে বসে গান লিখবেন, আড্ডা দিতে দিতে আলাপে আলাপে। সেই ভাবনা শ্রোতাদের সঙ্গেও শেয়ার করেছেন। কিন্তু লকডাউনের কারণে সামনাসামনি আড্ডায় না বসে ফেসবুকের মাধ্যমে শুরু করেছেন। এভাবে আরও গান সংগ্রহ করবেন বলেও জানান। বিষয়টি বেশ উপভোগ করছেন এই প্রযোজক ও গায়ক। তবে সবাইকে দুই থেকে বড়জোর চার লাইনের বেশি না লেখার অনুরোধ করেছেন হাবিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত