ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।
যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।
এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।
ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।
যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।
এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
২ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৫ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৬ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৯ ঘণ্টা আগে