ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।
যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।
এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।
ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।
যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।
এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৭ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
২১ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১ দিন আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১ দিন আগে