বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।
১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।
গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’
এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।
নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।
১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।
গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’
এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৭ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে