Ajker Patrika

শিরোনামহীনের বই ও গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিরোনামহীনের সদস্যরা। ছবি: সংগৃহীত
শিরোনামহীনের সদস্যরা। ছবি: সংগৃহীত

নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।

১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।

গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’

এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত