বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।
১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।
গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’
এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।
নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।
১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।
গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’
এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১০ ঘণ্টা আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১০ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১১ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
১ দিন আগে