বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য অমূল্য। বেশিরভাগ মেয়ের কাছে বাবা তার কাছে শ্রেষ্ঠ আইডল। জীবনের সবক্ষেত্রে মেয়েকে এগিয়ে যেতে মূল পথপ্রদর্শক হিসেবে থাকেন বাবা। বাবা-মেয়ের এমন সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে নতুন একটি গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে এটি।
‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ঢাকার নিকেতনে তার স্টুডিওতে গত ১১ জুলাই গানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’
সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, ‘গানের কথা খুব সুন্দর। কনা আপুর কণ্ঠ অসাধারণ লাগছে। তিনি খুব পছন্দ করেছেন গানটি। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, ‘নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।’
গীতিকার জনি হকের মন্তব্য, ‘পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই।’ কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।’
‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এর একঘণ্টা পর থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।
বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য অমূল্য। বেশিরভাগ মেয়ের কাছে বাবা তার কাছে শ্রেষ্ঠ আইডল। জীবনের সবক্ষেত্রে মেয়েকে এগিয়ে যেতে মূল পথপ্রদর্শক হিসেবে থাকেন বাবা। বাবা-মেয়ের এমন সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে নতুন একটি গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে এটি।
‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ঢাকার নিকেতনে তার স্টুডিওতে গত ১১ জুলাই গানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’
সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, ‘গানের কথা খুব সুন্দর। কনা আপুর কণ্ঠ অসাধারণ লাগছে। তিনি খুব পছন্দ করেছেন গানটি। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, ‘নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।’
গীতিকার জনি হকের মন্তব্য, ‘পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই।’ কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।’
‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এর একঘণ্টা পর থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৭ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৮ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৮ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৮ ঘণ্টা আগে