২০২২ সালের ৩১ মে মৃত্যুবরণ করেন ভারতীয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামেই পরিচিত ছিলেন। জীবনের শেষ সময়টা তিনি ছিলেন গানের মঞ্চেই। লাইভ শোর পরেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি করার সময়ও পাওয়া যায়নি। হৃদয়বিদারক সেই স্মৃতি আজও তাড়া করে গায়কের ভক্তদের।
প্রয়াত গায়ককে নিয়ে উন্মাদনা এখনই কমেনি ভক্তদের। ভক্তরা পেতে যাচ্ছেন কেকের রেকর্ড করা শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান।
‘সাভি’র ট্রেলার মুক্তি পেয়েছে গত মঙ্গলবার। এর পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত করা হবে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুকেশ ভাট কেকের সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্বের স্মৃতি স্মরণ করেন। মুকেশ ভাট জানান, এই গান রেকর্ড করার সপ্তাহখানেক পরেই মারা গিয়েছিলেন গায়ক।
তবে বছর দু-এক আগে জানা গিয়েছিল, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান! তবে সেটি মৃত্যুর কত দিন আগে রেকর্ড করা হয়েছিল তা জানা যায়নি।
কলকাতায় কনসার্ট করতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে। ২৬ বছরের বলিউড ক্যারিয়ারে কেকে তামিল, তেলেগু, মালায়লামসহ আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন মারাঠি ভাষায়ও। ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘আঁখো মে তেরি’র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
২০২২ সালের ৩১ মে মৃত্যুবরণ করেন ভারতীয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামেই পরিচিত ছিলেন। জীবনের শেষ সময়টা তিনি ছিলেন গানের মঞ্চেই। লাইভ শোর পরেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি করার সময়ও পাওয়া যায়নি। হৃদয়বিদারক সেই স্মৃতি আজও তাড়া করে গায়কের ভক্তদের।
প্রয়াত গায়ককে নিয়ে উন্মাদনা এখনই কমেনি ভক্তদের। ভক্তরা পেতে যাচ্ছেন কেকের রেকর্ড করা শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান।
‘সাভি’র ট্রেলার মুক্তি পেয়েছে গত মঙ্গলবার। এর পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত করা হবে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুকেশ ভাট কেকের সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্বের স্মৃতি স্মরণ করেন। মুকেশ ভাট জানান, এই গান রেকর্ড করার সপ্তাহখানেক পরেই মারা গিয়েছিলেন গায়ক।
তবে বছর দু-এক আগে জানা গিয়েছিল, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান! তবে সেটি মৃত্যুর কত দিন আগে রেকর্ড করা হয়েছিল তা জানা যায়নি।
কলকাতায় কনসার্ট করতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে। ২৬ বছরের বলিউড ক্যারিয়ারে কেকে তামিল, তেলেগু, মালায়লামসহ আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন মারাঠি ভাষায়ও। ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘আঁখো মে তেরি’র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগেগত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন টিভি নাটকের অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন তাঁরা।
১ দিন আগে২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর নাট্যদল বাতিঘর থিয়েটার মঞ্চে নিয়ে এসেছিল তাদের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। চার বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মাংকি ট্রায়ালের রজতজয়ন্তী প্রদর্শনী। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার...
১ দিন আগেশাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজে তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
২ দিন আগে