‘জাহাজী’ অ্যালবাম দিয়ে ১৯৯৬ সালে পথচলা শুরু করে ব্যান্ড শিরোনামহীন। গত বছর ২৫ বছর পূর্ণ করেছে ব্যান্ডটি। করোনা মহামারির কারণে ২০২১ সালে রজতজয়ন্তী উদ্যাপন হয়নি। এবার সে আয়োজনে মন দিয়েছে দলটি। জানা গেছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর একাধিক বড় কনসার্টে গাইবে শিরোনামহীন।
ব্যান্ডটির রজতজয়ন্তী উদ্যাপনে সঙ্গী হয়েছে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (আগের নাম—ব্র্যান্ডমিথ কমিউনিকেশন)। শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে বছরব্যাপী ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে ব্র্যান্ডমিথ। এরমধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন’ নামের কনসার্ট। এতে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে মুম্বাইয়ের অর্কেস্ট্রা টিম।
মেটালিকা, স্করপিয়নসের মতো বিশ্ব কাঁপানো ব্যান্ডের সঙ্গে পারফর্ম করে শ্রোতাদের মন জয় করলেও বাংলাদেশের কোনো ব্যান্ডের সঙ্গে সিম্ফনি অর্কেস্ট্রার কোলাবরেশন এটাই প্রথম।
কনসার্টের আগে মুম্বাই গিয়ে অর্কেস্ট্রার সাথে প্র্যাকটিস করবে শিরোনামহীন। অর্কেস্ট্রা টিম নিজেরাও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’-এর তরফ থেকে জানানো হয়েছে, ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন কনসার্টটি শিরোনামহীনের ভক্তদের জন্যই শুধু নয়, বাংলাদেশের রক মিউজিকপ্রেমিদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে।’
এছাড়া ২৫ বছর পূর্তি উপলক্ষে শিরোনামহীন ব্যান্ডের ওয়েবসাইট সাজানো হচ্ছে নতুন করে। ভক্তদের জন্য খোলা হচ্ছে ‘শিরোনামহীন জাহাজী’ নামের ফ্যান ক্লাব ওয়েবসাইট, যেখানে ব্যান্ডটির ভক্তরা আসতে পারবেন এক ছায়াতলে।
‘জাহাজী’ অ্যালবাম দিয়ে ১৯৯৬ সালে পথচলা শুরু করে ব্যান্ড শিরোনামহীন। গত বছর ২৫ বছর পূর্ণ করেছে ব্যান্ডটি। করোনা মহামারির কারণে ২০২১ সালে রজতজয়ন্তী উদ্যাপন হয়নি। এবার সে আয়োজনে মন দিয়েছে দলটি। জানা গেছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর একাধিক বড় কনসার্টে গাইবে শিরোনামহীন।
ব্যান্ডটির রজতজয়ন্তী উদ্যাপনে সঙ্গী হয়েছে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (আগের নাম—ব্র্যান্ডমিথ কমিউনিকেশন)। শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে বছরব্যাপী ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে ব্র্যান্ডমিথ। এরমধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন’ নামের কনসার্ট। এতে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে মুম্বাইয়ের অর্কেস্ট্রা টিম।
মেটালিকা, স্করপিয়নসের মতো বিশ্ব কাঁপানো ব্যান্ডের সঙ্গে পারফর্ম করে শ্রোতাদের মন জয় করলেও বাংলাদেশের কোনো ব্যান্ডের সঙ্গে সিম্ফনি অর্কেস্ট্রার কোলাবরেশন এটাই প্রথম।
কনসার্টের আগে মুম্বাই গিয়ে অর্কেস্ট্রার সাথে প্র্যাকটিস করবে শিরোনামহীন। অর্কেস্ট্রা টিম নিজেরাও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’-এর তরফ থেকে জানানো হয়েছে, ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন কনসার্টটি শিরোনামহীনের ভক্তদের জন্যই শুধু নয়, বাংলাদেশের রক মিউজিকপ্রেমিদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে।’
এছাড়া ২৫ বছর পূর্তি উপলক্ষে শিরোনামহীন ব্যান্ডের ওয়েবসাইট সাজানো হচ্ছে নতুন করে। ভক্তদের জন্য খোলা হচ্ছে ‘শিরোনামহীন জাহাজী’ নামের ফ্যান ক্লাব ওয়েবসাইট, যেখানে ব্যান্ডটির ভক্তরা আসতে পারবেন এক ছায়াতলে।
এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান।
৭ ঘণ্টা আগে২০১৬ সালে প্রকাশ পেয়েছিল কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড়লোক’। এবার উপন্যাসটি আসছে বড় পর্দায়। একই নামে শিশুতোষ সিনেমা বানাচ্ছেন আঁকা রেজা গালিব। ২০২২-২৩ অর্থবছরের শিশুতোষ শাখায় সরকারি অনুদান পেয়েছিল মস্ত বড়লোক।
৭ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দেশের সবচেয়ে বড় আয়োজন সাজানো হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। গত রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়...
৭ ঘণ্টা আগে২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
১৮ ঘণ্টা আগে