Ajker Patrika

ভালো নেই হাবিব, হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০৯: ৫৪
ভালো নেই হাবিব, হাসপাতালে ভর্তি

ভালো নেই সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেশীয় সংগীতের জনপ্রিয় এই তারকা।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাবিব ওয়াহিদের ফুসফুসে সংক্রমণ হয়েছে। তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

গত মাসের মাঝামাঝি নতুন গান প্রকাশ করেছেন হাবিব ওয়াহিদ। ‘ঠান্ডা কফি’ শিরোনামের ওই গান প্রকাশের পর ফেসবুকে লিংক পোস্ট করেছিলেন তিনি। এরপর ২১ মার্চ খুলনার মাইকেল জ্যাকসন ওরফে বিল্লাল বেপারি, যিনি জ্যাকসনের গান বাজিয়ে ঘটি গরম চানাচুর বিক্রি করেন, তার ভিডিও ফেসবুকে শেয়ার করেন। লেখেন, ‘এই শিল্পীকে সর্বোচ্চ সম্মান’।

তারপর থেকে ফেসবুকে অনুপস্থিত হাবিব ওয়াহিদ। ধারণা করা হচ্ছে, এরপরই তার অসুস্থতা বেড়েছে। অবশেষে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন হাবিব।

হাবিব ওয়াহিদ

২০০৩ সালে হাবিব ওয়াহিদ ‘কৃষ্ণ’ অ্যালবাম দিয়ে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। মূলত জনপ্রিয় পুরনো গানগুলোকে ফিউশন করে নতুন রূপ দেন হাবিব। এ অ্যালবামটি শ্রোতামহলে দারুণ সাড়া ফেলে। এরপরের বছর ‘মায়া’ অ্যালবামও সমান আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে তিনি ‘শোন’, ‘পাঞ্জাবীওয়ালা’, ‘আকাশ ছোঁয়া ভালবাসা’, ‘এই তো প্রেম’, ‘চন্দ্রগ্রহণ’, ‘হৃদয়ের কথা’, ‘বলছি তোমাকে’- হাবিব ওয়াহিদের শ্রোতাপ্রিয় অ্যালবামের সংখ্যা পনেরোটিরও অধিক। উল্লেখ্য, বাংলা পপ সংগীত তারকা ফেরদৌস ওয়াহিদের সন্তান হাবিব ওয়াহিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত