Ajker Patrika

নিউইয়র্কে বেবী নাজনীন লাইভ

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১১: ২৪
নিউইয়র্কে বেবী নাজনীন লাইভ

আগামী ১৭ জুলাই নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়টে আয়োজন করা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন লাইভ কনসার্ট। শিল্পী জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে তিনি গাইবেন উর্দু, হিন্দি গজলসহ হারানো দিনের বাংলা গান। ‘ব্ল্যাক ডায়মন্ড লাইভ’ নামের এই একক কনসার্টের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের শো টাইম মিউজিক। এর আগে প্রতিষ্ঠানটি শিল্পীকে নিয়ে নিউইয়র্কে আয়োজন করেছিল ‘বেবী নাজনীন গজল ইভনিং’। আমেরিকায় বাংলাদেশি কোনো সংগীত তারকার সেটিই ছিল প্রথম কোনো গজলসন্ধ্যা। অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘আমরা আয়োজনে কোনো ত্রুটি রাখছি না। এবারের আয়োজনে শিল্পী গজলসহ হারানো দিনের বাংলা গান গাইবেন। তা ছাড়া, দর্শকের অনুরোধ থাকলে গাইবেন।’

শিল্পী বলেছেন, ‘শো টাইমের আগের আয়োজনটা আমি যেমন উপভোগ করেছি, দর্শক-শ্রোতারাও তেমনি উপভোগ করেছেন। তাই এবারের আয়োজন নিয়েও আমি আশাবাদী। এই করোনাকালে আমার গান যদি সবাইকে মানসিকভাবে উজ্জীবিত করে, তবে সেটাই হবে আমার সার্থকতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত