Ajker Patrika

কন্যাসন্তানের জন্ম দিলেন কণ্ঠশিল্পী লিজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫: ০১
Thumbnail image

মা হচ্ছেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা—গতকাল সোমবার এমনটাই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে সুসংবাদ। নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজআপ ওয়ান তারকার মা হওয়ার খবরটি জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।

কবির বকুল জানান, ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

স্বামীর সঙ্গে সানিয়া সুলতানা লিজা। ছবি: ফেসবুকবিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে এসেছিল তাঁর বিয়ের খবর। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তাঁরা।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ এই কণ্ঠশিল্পীর। তাঁর গাওয়া ‘এক বৃষ্টিতে’, ‘প্রাণ জুড়ে’, ‘এক যমুনা’, ‘আসমানী’, ‘প্রেম যমুনা’, ‘তারে দেখি আমি রোদ্দুরে’ গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত