পপ সুপারস্টার ও র্যাপার ব্যাড বানির বিরুদ্ধে তাঁর প্রাক্তন বান্ধবী কার্লিজ দে লা ক্রুজ হার্নান্দেজ ৪০ মিলিয়ন ডলারের মামলা করেছেন। হার্নান্দেজের দাবি, বানি অনুমতি ছাড়াই দুটি গানে তাঁর একটি রেকর্ডিং ব্যবহার করেছেন। যা তিনি ২০১৫ সালে মোবাইল ফোনে ‘ব্যাড বানি বেবি’ নামে রেকর্ড করেছিলেন। ঘটনাটি বানির বিখ্যাত এবং তাঁদের বিচ্ছেদ হওয়ার আগের।
এই মাসের শুরুতে মিসেস দে লা ক্রুজ পুয়ের্তো রিকোতে ব্যাড বানির বিরুদ্ধে এ মামলা করেছেন। তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে এখনো কোনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ব্যাড বানি।
পুয়ের্তো রিকান গায়ক এবং র্যাপার ‘ব্যাড বানি বেবি’ লাইনটি ২০১৭ সালের একক ‘পা টি’ এবং ২০২২ সালের গান দস মিল–১৬ তে ব্যবহার করেছেন। গত তিন বছর ধরে স্পটিফাইতে ব্যাড বানির গান সবচেয়ে বেশি শুনেছে শ্রোতারা।
বলা হয়ে থাকে, এই জুটি ২০১১ সালে একত্রিত হয়েছিল এবং দুজনেই ব্যাড বানি নামে একটি সুপার মার্কেটে কাজ করতেন। পাশাপাশি তাঁরা সংগীত কম্পোজিশনও করতেন। যদিও ব্যাড বানির প্রকৃত নাম বেনিতো মার্তিনেজ ওকাসিও।
দে লা ক্রুজ বন্ধুর বাড়ির বাথরুমে ভয়েস নোট অ্যাপ ব্যবহার করে ‘ব্যাড বানি বেবি’ গানটির নিজের কয়েকটি সংস্করণ রেকর্ড করেন। পরে সেগুলো মার্তিনেজের কাছে পাঠান। মার্তিনেজ সেগুলো প্রথমে সাউন্ড ক্লাউডে তাঁর গানে ব্যবহার করছেন। পরে ‘পা তি’ গানের ইন্ট্রোতেও ব্যবহার করেছেন। যা ইউটিউবে ৩৫৫ মিলিয়নেরও বেশি এবং স্পটিফাইতে ২৩৫ মিলিয়ন দর্শক–শ্রোতা দেখেছেন ও শুনেছেন।
পপ সুপারস্টার ও র্যাপার ব্যাড বানির বিরুদ্ধে তাঁর প্রাক্তন বান্ধবী কার্লিজ দে লা ক্রুজ হার্নান্দেজ ৪০ মিলিয়ন ডলারের মামলা করেছেন। হার্নান্দেজের দাবি, বানি অনুমতি ছাড়াই দুটি গানে তাঁর একটি রেকর্ডিং ব্যবহার করেছেন। যা তিনি ২০১৫ সালে মোবাইল ফোনে ‘ব্যাড বানি বেবি’ নামে রেকর্ড করেছিলেন। ঘটনাটি বানির বিখ্যাত এবং তাঁদের বিচ্ছেদ হওয়ার আগের।
এই মাসের শুরুতে মিসেস দে লা ক্রুজ পুয়ের্তো রিকোতে ব্যাড বানির বিরুদ্ধে এ মামলা করেছেন। তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে এখনো কোনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ব্যাড বানি।
পুয়ের্তো রিকান গায়ক এবং র্যাপার ‘ব্যাড বানি বেবি’ লাইনটি ২০১৭ সালের একক ‘পা টি’ এবং ২০২২ সালের গান দস মিল–১৬ তে ব্যবহার করেছেন। গত তিন বছর ধরে স্পটিফাইতে ব্যাড বানির গান সবচেয়ে বেশি শুনেছে শ্রোতারা।
বলা হয়ে থাকে, এই জুটি ২০১১ সালে একত্রিত হয়েছিল এবং দুজনেই ব্যাড বানি নামে একটি সুপার মার্কেটে কাজ করতেন। পাশাপাশি তাঁরা সংগীত কম্পোজিশনও করতেন। যদিও ব্যাড বানির প্রকৃত নাম বেনিতো মার্তিনেজ ওকাসিও।
দে লা ক্রুজ বন্ধুর বাড়ির বাথরুমে ভয়েস নোট অ্যাপ ব্যবহার করে ‘ব্যাড বানি বেবি’ গানটির নিজের কয়েকটি সংস্করণ রেকর্ড করেন। পরে সেগুলো মার্তিনেজের কাছে পাঠান। মার্তিনেজ সেগুলো প্রথমে সাউন্ড ক্লাউডে তাঁর গানে ব্যবহার করছেন। পরে ‘পা তি’ গানের ইন্ট্রোতেও ব্যবহার করেছেন। যা ইউটিউবে ৩৫৫ মিলিয়নেরও বেশি এবং স্পটিফাইতে ২৩৫ মিলিয়ন দর্শক–শ্রোতা দেখেছেন ও শুনেছেন।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৪ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
৪ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
৫ ঘণ্টা আগে