বিনোদন প্রতিবেদক
ঢাকা: অনেক দিন নতুন গানে নেই সাবরিনা পড়শী। নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মাঝেমধ্যে কাভার নিয়ে হাজির হন। কিন্তু মৌলিক গানে দীর্ঘ বিরতি পড়ে গেছে তাঁর। পড়শী চেষ্টা করছিলেন নতুন গান দিয়ে দর্শকদের সামনে আসার। জাঁকজমকভাবেই ফিরতে চেয়েছিলেন।
এ জন্য পড়শী সঙ্গে নিয়েছেন ইমরান মাহমুদুলকে। এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। তাঁর সঙ্গে বেশ কিছু গান গেয়েছেন এর আগে। সবগুলো গানই দর্শক দারুণ পছন্দ করেছিলেন। ১০ বছরের ক্যারিয়ারে দুজনের অডিও গানের সংখ্যা অনেক। সফলতাও এসেছে সেই মাপে। তবে ভিডিও মাত্র দুটি! একটি ২০১৩ সালে অন্যটি ২০১৯ সালে। দুটোই হিট।
প্রায় দুই বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাঁরা। প্রেমিক-প্রেমিকার বেশে। গানের নাম ‘এক দেখায়’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।
সিএমভির ব্যানারে নির্মিত এই ভিডিওর জন্য ইমরান-পড়শীকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ। সেখানে এক দিনের শুটিং শেষ করে গেছেন ময়মনসিংহ। উদ্দেশ্য একটাই, নৈসর্গিক লোকেশনে ইমরান-পড়শীর রোমান্টিক রসায়ন তুলে আনা।
ইমরান বলেন, ‘এটি নিয়ে আমাদের তিনটি মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুব কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক। সে জন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।’
এদিকে অনেক দিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। বলা যায় এই গানটি দিয়ে তিনি আবার ফিরছেন স্বরূপে।
ইমরান-পড়শীর প্রথম মিউজিক ভিডিও ‘জনম জনম’ প্রকাশ হয় ২০১৩ সালে, যা সুপারহিট হয়। এরপর ২০১৯ সালে প্রকাশ হয় ‘আবদার’। এটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা।
‘এক দেখায়’ গানের ভিডিওটি প্রকাশ পাবে আগামী সপ্তাহে, সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
ঢাকা: অনেক দিন নতুন গানে নেই সাবরিনা পড়শী। নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মাঝেমধ্যে কাভার নিয়ে হাজির হন। কিন্তু মৌলিক গানে দীর্ঘ বিরতি পড়ে গেছে তাঁর। পড়শী চেষ্টা করছিলেন নতুন গান দিয়ে দর্শকদের সামনে আসার। জাঁকজমকভাবেই ফিরতে চেয়েছিলেন।
এ জন্য পড়শী সঙ্গে নিয়েছেন ইমরান মাহমুদুলকে। এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। তাঁর সঙ্গে বেশ কিছু গান গেয়েছেন এর আগে। সবগুলো গানই দর্শক দারুণ পছন্দ করেছিলেন। ১০ বছরের ক্যারিয়ারে দুজনের অডিও গানের সংখ্যা অনেক। সফলতাও এসেছে সেই মাপে। তবে ভিডিও মাত্র দুটি! একটি ২০১৩ সালে অন্যটি ২০১৯ সালে। দুটোই হিট।
প্রায় দুই বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাঁরা। প্রেমিক-প্রেমিকার বেশে। গানের নাম ‘এক দেখায়’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।
সিএমভির ব্যানারে নির্মিত এই ভিডিওর জন্য ইমরান-পড়শীকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ। সেখানে এক দিনের শুটিং শেষ করে গেছেন ময়মনসিংহ। উদ্দেশ্য একটাই, নৈসর্গিক লোকেশনে ইমরান-পড়শীর রোমান্টিক রসায়ন তুলে আনা।
ইমরান বলেন, ‘এটি নিয়ে আমাদের তিনটি মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুব কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক। সে জন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।’
এদিকে অনেক দিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। বলা যায় এই গানটি দিয়ে তিনি আবার ফিরছেন স্বরূপে।
ইমরান-পড়শীর প্রথম মিউজিক ভিডিও ‘জনম জনম’ প্রকাশ হয় ২০১৩ সালে, যা সুপারহিট হয়। এরপর ২০১৯ সালে প্রকাশ হয় ‘আবদার’। এটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা।
‘এক দেখায়’ গানের ভিডিওটি প্রকাশ পাবে আগামী সপ্তাহে, সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৬ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৬ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৬ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে