বিনোদন প্রতিবেদক
ঢাকা: অনেক দিন নতুন গানে নেই সাবরিনা পড়শী। নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মাঝেমধ্যে কাভার নিয়ে হাজির হন। কিন্তু মৌলিক গানে দীর্ঘ বিরতি পড়ে গেছে তাঁর। পড়শী চেষ্টা করছিলেন নতুন গান দিয়ে দর্শকদের সামনে আসার। জাঁকজমকভাবেই ফিরতে চেয়েছিলেন।
এ জন্য পড়শী সঙ্গে নিয়েছেন ইমরান মাহমুদুলকে। এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। তাঁর সঙ্গে বেশ কিছু গান গেয়েছেন এর আগে। সবগুলো গানই দর্শক দারুণ পছন্দ করেছিলেন। ১০ বছরের ক্যারিয়ারে দুজনের অডিও গানের সংখ্যা অনেক। সফলতাও এসেছে সেই মাপে। তবে ভিডিও মাত্র দুটি! একটি ২০১৩ সালে অন্যটি ২০১৯ সালে। দুটোই হিট।
প্রায় দুই বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাঁরা। প্রেমিক-প্রেমিকার বেশে। গানের নাম ‘এক দেখায়’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।
সিএমভির ব্যানারে নির্মিত এই ভিডিওর জন্য ইমরান-পড়শীকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ। সেখানে এক দিনের শুটিং শেষ করে গেছেন ময়মনসিংহ। উদ্দেশ্য একটাই, নৈসর্গিক লোকেশনে ইমরান-পড়শীর রোমান্টিক রসায়ন তুলে আনা।
ইমরান বলেন, ‘এটি নিয়ে আমাদের তিনটি মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুব কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক। সে জন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।’
এদিকে অনেক দিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। বলা যায় এই গানটি দিয়ে তিনি আবার ফিরছেন স্বরূপে।
ইমরান-পড়শীর প্রথম মিউজিক ভিডিও ‘জনম জনম’ প্রকাশ হয় ২০১৩ সালে, যা সুপারহিট হয়। এরপর ২০১৯ সালে প্রকাশ হয় ‘আবদার’। এটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা।
‘এক দেখায়’ গানের ভিডিওটি প্রকাশ পাবে আগামী সপ্তাহে, সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
ঢাকা: অনেক দিন নতুন গানে নেই সাবরিনা পড়শী। নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মাঝেমধ্যে কাভার নিয়ে হাজির হন। কিন্তু মৌলিক গানে দীর্ঘ বিরতি পড়ে গেছে তাঁর। পড়শী চেষ্টা করছিলেন নতুন গান দিয়ে দর্শকদের সামনে আসার। জাঁকজমকভাবেই ফিরতে চেয়েছিলেন।
এ জন্য পড়শী সঙ্গে নিয়েছেন ইমরান মাহমুদুলকে। এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। তাঁর সঙ্গে বেশ কিছু গান গেয়েছেন এর আগে। সবগুলো গানই দর্শক দারুণ পছন্দ করেছিলেন। ১০ বছরের ক্যারিয়ারে দুজনের অডিও গানের সংখ্যা অনেক। সফলতাও এসেছে সেই মাপে। তবে ভিডিও মাত্র দুটি! একটি ২০১৩ সালে অন্যটি ২০১৯ সালে। দুটোই হিট।
প্রায় দুই বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাঁরা। প্রেমিক-প্রেমিকার বেশে। গানের নাম ‘এক দেখায়’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।
সিএমভির ব্যানারে নির্মিত এই ভিডিওর জন্য ইমরান-পড়শীকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ। সেখানে এক দিনের শুটিং শেষ করে গেছেন ময়মনসিংহ। উদ্দেশ্য একটাই, নৈসর্গিক লোকেশনে ইমরান-পড়শীর রোমান্টিক রসায়ন তুলে আনা।
ইমরান বলেন, ‘এটি নিয়ে আমাদের তিনটি মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুব কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক। সে জন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।’
এদিকে অনেক দিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। বলা যায় এই গানটি দিয়ে তিনি আবার ফিরছেন স্বরূপে।
ইমরান-পড়শীর প্রথম মিউজিক ভিডিও ‘জনম জনম’ প্রকাশ হয় ২০১৩ সালে, যা সুপারহিট হয়। এরপর ২০১৯ সালে প্রকাশ হয় ‘আবদার’। এটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা।
‘এক দেখায়’ গানের ভিডিওটি প্রকাশ পাবে আগামী সপ্তাহে, সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
চোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
৩২ মিনিট আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১১ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১১ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১৩ ঘণ্টা আগে