বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।
দূরে বহু দূরে রোমান্টিক ঘরানার গান। নতুন এই গান প্রসঙ্গে নাদিম বলেন, ‘গান নিয়েই আমার জগৎ। সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই চেষ্টা থেকেই নতুন এই গান। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন।’
রেজা করিম বলেন, ‘এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল, এটা আমার জন্য ভীষণ আনন্দের। নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। এই গানে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সেটা পেরেছে।’
সংগীত পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘গানটির সংগীতায়োজনে কথা ও সুরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই। আমি মনে করি, গানটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে অনেক দিন বেঁচে থাকার মতো একটি গান হয়েছে দূরে বহু দূরে।
শাহাদাত হোসেন নাদিমের গাওয়া ‘অধিকার’, ‘মা’সহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে ‘পাগলের সুখ মনে মনে’ নাটকের জন্য করা নাদিমের ‘আমি মরে যাবার পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। নাদিম এখন ব্যস্ত আছেন বেশ কিছু মৌলিক গান আর নাটকের আবহ সংগীতের কাজে।
‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।
দূরে বহু দূরে রোমান্টিক ঘরানার গান। নতুন এই গান প্রসঙ্গে নাদিম বলেন, ‘গান নিয়েই আমার জগৎ। সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই চেষ্টা থেকেই নতুন এই গান। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন।’
রেজা করিম বলেন, ‘এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল, এটা আমার জন্য ভীষণ আনন্দের। নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। এই গানে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সেটা পেরেছে।’
সংগীত পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘গানটির সংগীতায়োজনে কথা ও সুরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই। আমি মনে করি, গানটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে অনেক দিন বেঁচে থাকার মতো একটি গান হয়েছে দূরে বহু দূরে।
শাহাদাত হোসেন নাদিমের গাওয়া ‘অধিকার’, ‘মা’সহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে ‘পাগলের সুখ মনে মনে’ নাটকের জন্য করা নাদিমের ‘আমি মরে যাবার পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। নাদিম এখন ব্যস্ত আছেন বেশ কিছু মৌলিক গান আর নাটকের আবহ সংগীতের কাজে।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
৫ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
৫ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১৬ ঘণ্টা আগে