বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেড় যুগের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। শব্দ-সুরে তিনি দেশ, রাজনীতি ও জীবনের চেনা-অচেনা গল্প তুলে ধরেন। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন সায়ান। সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ছিলেন সরব। আবার পশ্চিমবঙ্গের আর জি করের কাণ্ড নিয়েও গান গেয়ে জানিয়েছেন প্রতিবাদ। দীর্ঘদিন পর এবার তিনি গাইবেন একক কনসার্টে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘গানে গানে সায়ান’ শিরোনামের একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে আজব কারখানা।
একক সংগীতসন্ধ্যা নিয়ে সায়ান বলেন, ‘অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মধ্যে। গানের মানুষ হিসেবে সেসব তীব্র সময়ের দুঃখ-বেদনা এবং নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়ে হাজির হব এই আসরে। আপনাদের সঙ্গ সব সময় আমার শক্তি।’
আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও জয় শাহরিয়ার বলেন, ‘সায়ান আপা আমার ও আমাদের প্রিয় শিল্পী। তিনি কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতে সংগীতচর্চা করেন। অনেকেই তাঁর গান শুনতে উন্মুখ থাকেন। তাই আমাদের এবারের আয়োজন গানে গানে সায়ান।
আজব কারখানা সব সময় চেষ্টা করে ভিন্ন ধরনের আয়োজনের। ঘুরেফিরে সেই একই ব্যান্ড আর শিল্পীদের কনসার্টের বাইরে এসে সব ধরনের শ্রোতার জন্য গানের আয়োজন আমাদের মূল উদ্দেশ্য। আশা করছি, সায়ানভক্তদের জন্য একটি উপভোগ্য সন্ধ্যা উপহার দিতে সক্ষম হব।’
২২ নভেম্বর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে গানে গানে সায়ান নামের অনুষ্ঠান। চলবে রাত ৮টা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে তিন ক্যাটাগরিতে—প্লাটিনাম ১ হাজার, গোল্ড ৭০০ ও সিলভার ৫০০ টাকা।
দেড় যুগের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। শব্দ-সুরে তিনি দেশ, রাজনীতি ও জীবনের চেনা-অচেনা গল্প তুলে ধরেন। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন সায়ান। সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ছিলেন সরব। আবার পশ্চিমবঙ্গের আর জি করের কাণ্ড নিয়েও গান গেয়ে জানিয়েছেন প্রতিবাদ। দীর্ঘদিন পর এবার তিনি গাইবেন একক কনসার্টে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘গানে গানে সায়ান’ শিরোনামের একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে আজব কারখানা।
একক সংগীতসন্ধ্যা নিয়ে সায়ান বলেন, ‘অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মধ্যে। গানের মানুষ হিসেবে সেসব তীব্র সময়ের দুঃখ-বেদনা এবং নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়ে হাজির হব এই আসরে। আপনাদের সঙ্গ সব সময় আমার শক্তি।’
আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও জয় শাহরিয়ার বলেন, ‘সায়ান আপা আমার ও আমাদের প্রিয় শিল্পী। তিনি কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতে সংগীতচর্চা করেন। অনেকেই তাঁর গান শুনতে উন্মুখ থাকেন। তাই আমাদের এবারের আয়োজন গানে গানে সায়ান।
আজব কারখানা সব সময় চেষ্টা করে ভিন্ন ধরনের আয়োজনের। ঘুরেফিরে সেই একই ব্যান্ড আর শিল্পীদের কনসার্টের বাইরে এসে সব ধরনের শ্রোতার জন্য গানের আয়োজন আমাদের মূল উদ্দেশ্য। আশা করছি, সায়ানভক্তদের জন্য একটি উপভোগ্য সন্ধ্যা উপহার দিতে সক্ষম হব।’
২২ নভেম্বর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে গানে গানে সায়ান নামের অনুষ্ঠান। চলবে রাত ৮টা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে তিন ক্যাটাগরিতে—প্লাটিনাম ১ হাজার, গোল্ড ৭০০ ও সিলভার ৫০০ টাকা।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৩ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১০ ঘণ্টা আগে