Ajker Patrika

গানের প্রচারের জন্য নেহা-রোহানের মারামারি!

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ মে ২০২১, ১৭: ৩১
গানের প্রচারের জন্য নেহা-রোহানের মারামারি!

ঢাকা: বলিউড সংগীতশিল্পী নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং আলোচিত দম্পতি। তাঁরা বিয়ে করেছেন গত বছরের নভেম্বরে। ইনস্টাগ্রামে প্রায়ই ভেসে ওঠে তাঁদের সুখের মুহূর্ত। কিন্তু মঙ্গলবার নেহা যে ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে, তা এক মুহূর্তের জন্য হলেও সবাইকে চমকে দিয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, রাগি ভঙ্গিতে মুখোমুখি দুজন। প্রথমে রোহান মারলেন নেহাকে। নেহাও কম যাচ্ছেন না! তিনিও বাঘের মতো থাবা উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলেন রোহানকে মারতে।

এক মিনিটেরও কম সময়ের ওই ভিডিওটি যে বানোয়াট, তা অবশ্য কিছুক্ষণ পরেই বোঝা যায়। তাঁদের মারামারি পুরোটাই সাজানো। নতুন গান আসছে নেহা-রোহানের। সেটার প্রচারের জন্যই এই কৌশল করেছেন তাঁরা।

দেখুন তাঁদের মিষ্টি মারামারি:

নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং একসঙ্গে ‘খাদ তেইনু ম্যায় দাসা’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি প্রকাশ পাবে শিগগিরই। কয়েকদিন আগে গানের পোস্টার ও কিছু ছবি শেয়ার দিয়েছিলেন নেহা। তখনই জানা গিয়েছিল তাঁদের নতুন গানের খবর।

নেহা কাক্কর: ছবি: ইনস্টাগ্রামমারামারির ভিডিও প্রকাশ করার পরই কমেন্টে ভেসে গেছে নেহার পোস্ট। অনেকেই মজা করে লিখেছেন, ‘এ যাবতকালের সবচেয়ে মধুর ঝগড়া’!

নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং: ছবি: ইনস্টাগ্রাম‘নেহু দা ভিয়াহ’ নামের একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে পরিচয় হয় নেহা-রোহানের। এরপর তাঁরা পরস্পরের প্রেমে পড়েন। বিয়ে করেন গত বছরের ২৪ নভেম্বর। বিয়ের পর তাঁরা একসঙ্গে ‘খেয়াল রাখকা কর’ নামের একটি গানে কণ্ঠ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত