বিনোদন প্রতিবেদক,ঢাকা
গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন। গিটার বাজানো অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন মিনহাজ আহমেদ পিকলু। অনুষ্ঠান শেষ করেই চেয়ারে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মিনহাজ আহমেদ পিকলু রকস্ট্রাটা, মাকসুদ ও ঢাকা, অর্থহীনের মতো ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। এ বছরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে।
পিকলুর বয়স হয়েছিল ৫৩। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ জোহর নামাজের পর কলেজ গেট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।
গিটারিস্ট পিকুলর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করছেন ব্যান্ড সংগীতের শিল্পীরা। অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার-ভোকালিস্ট ‘অ্যাভয়েডরাফা’খ্যাত রায়েফ আল হাসান রাফা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পিকলু ভাই আর নেই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পিকলু ভাই ছিলেন অর্থহীনের অরিজিনাল গিটারিস্ট। কিন্তু আমার কাছে তিনি তার চেয়েও বেশি কিছু। আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনিই শিখিয়েছেন।
আমার কাছে তিনি ছিলেন বাবার মতো। ‘সূর্য’ ‘গুটি’, অদ্ভুত সেই ছেলেটি’র মতো গানের কম্পোজার ছিলেন তিনি, তার গিটারের ছোঁয়ায় প্রাণ পেয়েছে গানগুলো। তিনি দেশের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন। তাঁর এই প্রয়াণ মেনে নিতে পারছি না, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’
পিকলুর মৃত্যুতে আরও শোক জানিয়েছে ব্যান্ড রকস্ট্রাটা, এইসেস, অর্থহীনসহ অনেকে।
গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন। গিটার বাজানো অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন মিনহাজ আহমেদ পিকলু। অনুষ্ঠান শেষ করেই চেয়ারে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মিনহাজ আহমেদ পিকলু রকস্ট্রাটা, মাকসুদ ও ঢাকা, অর্থহীনের মতো ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। এ বছরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে।
পিকলুর বয়স হয়েছিল ৫৩। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ জোহর নামাজের পর কলেজ গেট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।
গিটারিস্ট পিকুলর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করছেন ব্যান্ড সংগীতের শিল্পীরা। অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার-ভোকালিস্ট ‘অ্যাভয়েডরাফা’খ্যাত রায়েফ আল হাসান রাফা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পিকলু ভাই আর নেই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পিকলু ভাই ছিলেন অর্থহীনের অরিজিনাল গিটারিস্ট। কিন্তু আমার কাছে তিনি তার চেয়েও বেশি কিছু। আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনিই শিখিয়েছেন।
আমার কাছে তিনি ছিলেন বাবার মতো। ‘সূর্য’ ‘গুটি’, অদ্ভুত সেই ছেলেটি’র মতো গানের কম্পোজার ছিলেন তিনি, তার গিটারের ছোঁয়ায় প্রাণ পেয়েছে গানগুলো। তিনি দেশের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন। তাঁর এই প্রয়াণ মেনে নিতে পারছি না, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’
পিকলুর মৃত্যুতে আরও শোক জানিয়েছে ব্যান্ড রকস্ট্রাটা, এইসেস, অর্থহীনসহ অনেকে।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৪ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৮ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৯ ঘণ্টা আগে