গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন। গিটার বাজানো অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন মিনহাজ আহমেদ পিকলু। অনুষ্ঠান শেষ করেই চেয়ারে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মিনহাজ আহমেদ পিকলু রকস্ট্রাটা, মাকসুদ ও ঢাকা, অর্থহীনের মতো ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। এ বছরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে।
পিকলুর বয়স হয়েছিল ৫৩। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ জোহর নামাজের পর কলেজ গেট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।
গিটারিস্ট পিকুলর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করছেন ব্যান্ড সংগীতের শিল্পীরা। অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার-ভোকালিস্ট ‘অ্যাভয়েডরাফা’খ্যাত রায়েফ আল হাসান রাফা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পিকলু ভাই আর নেই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পিকলু ভাই ছিলেন অর্থহীনের অরিজিনাল গিটারিস্ট। কিন্তু আমার কাছে তিনি তার চেয়েও বেশি কিছু। আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনিই শিখিয়েছেন।
আমার কাছে তিনি ছিলেন বাবার মতো। ‘সূর্য’ ‘গুটি’, অদ্ভুত সেই ছেলেটি’র মতো গানের কম্পোজার ছিলেন তিনি, তার গিটারের ছোঁয়ায় প্রাণ পেয়েছে গানগুলো। তিনি দেশের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন। তাঁর এই প্রয়াণ মেনে নিতে পারছি না, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’
পিকলুর মৃত্যুতে আরও শোক জানিয়েছে ব্যান্ড রকস্ট্রাটা, এইসেস, অর্থহীনসহ অনেকে।
গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন। গিটার বাজানো অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন মিনহাজ আহমেদ পিকলু। অনুষ্ঠান শেষ করেই চেয়ারে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মিনহাজ আহমেদ পিকলু রকস্ট্রাটা, মাকসুদ ও ঢাকা, অর্থহীনের মতো ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। এ বছরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে।
পিকলুর বয়স হয়েছিল ৫৩। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ জোহর নামাজের পর কলেজ গেট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।
গিটারিস্ট পিকুলর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করছেন ব্যান্ড সংগীতের শিল্পীরা। অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার-ভোকালিস্ট ‘অ্যাভয়েডরাফা’খ্যাত রায়েফ আল হাসান রাফা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পিকলু ভাই আর নেই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পিকলু ভাই ছিলেন অর্থহীনের অরিজিনাল গিটারিস্ট। কিন্তু আমার কাছে তিনি তার চেয়েও বেশি কিছু। আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনিই শিখিয়েছেন।
আমার কাছে তিনি ছিলেন বাবার মতো। ‘সূর্য’ ‘গুটি’, অদ্ভুত সেই ছেলেটি’র মতো গানের কম্পোজার ছিলেন তিনি, তার গিটারের ছোঁয়ায় প্রাণ পেয়েছে গানগুলো। তিনি দেশের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন। তাঁর এই প্রয়াণ মেনে নিতে পারছি না, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’
পিকলুর মৃত্যুতে আরও শোক জানিয়েছে ব্যান্ড রকস্ট্রাটা, এইসেস, অর্থহীনসহ অনেকে।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১২ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১ দিন আগে