সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন ভক্তদের। ভক্তরা লিখেছেন একের পর এক বাক্য। তাঁদের দেওয়া বাক্য দিয়ে পুরো গানটি তৈরি করেছেন হাবিব। এও নিশ্চিত করেছেন, গানটি হবে দ্বৈত। তাঁর সঙ্গে গাইছেন ন্যান্সি। বুধবার রাতেই সম্পন্ন হয়েছে গানের প্রাথমিক রেকর্ডিং।
হাবিব ওয়াহিদ বলেন, ‘এটা আমার জন্য নতুন এবং ইউনিক এক অভিজ্ঞতা। সবাই এত এত লাইন পোস্ট করেছেন। আমি সত্যি মুগ্ধ। আমার কল্পনাতেও ছিল না এত এত সুন্দর গানের লাইন পাব। যদি পারতাম আমি অনেকের লেখা সিলেক্ট করতাম। কিন্তু আমি একটা গানের জন্য পোস্টটা করি। তাই মাত্র কয়েকজনের লেখাই বেছে নিতে হয়েছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা গান লেখাটা চালিয়ে যান।’
যাঁদের লেখা লাইন নিয়ে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ছয়জনের নাম জানিয়েছেন হাবিব। তাঁরা হলেন ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।
হাবিবের কথায়, ‘গানের কথাগুলো পাওয়ার পর আমার মনে হয়েছে, এটি ডুয়েট হলেই ভালো হয়। তাই ন্যান্সিকে সঙ্গে রাখলাম।’
নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে খুবই ইউনিক একটা আইডিয়া। ফেসবুকে বিষয়টা দেখেই ভালো লেগেছে। আর হাবিব ভাই একটা উদ্যোগ নিয়েছেন, সেখানে যে এমন রেসপন্স আসবে, সেটাই স্বাভাবিক। শুধু আমি না, আমার সিনিয়র–জুনিয়র কলিগদের একটা অপেক্ষা থাকে হাবিব ভাইয়ের কাজ কবে আসছে।
তাঁর সঙ্গে কাজ করার জন্য আমাদেরও অনেক আগ্রহ থাকে। একটা গান দুজন মিলে লিখতে দেখেছি। কিন্তু একটা গান ছয়জন মিলে লিখেছে, এমনটা বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার জানা নেই।’
ঈদের আগে লকডাউনে গানটির আইডিয়া এসেছিল হাবিবের। মাঝখানে ঈদের জন্য বিরতি। এখন আবার লকডাউন চলছে।
হাবিব বলেন, ‘আমার আপ্রাণ চেষ্টা ছিল গানটা লকডাউনেই প্রকাশ করব। সেভাবেই কাজটা খুব জোর দিয়ে করেছিলাম। যার ফলশ্রুতিতে আজই প্রকাশ করতে পারছি গানটি। আজ বিকালে গানটি প্রকাশ করার ইচ্ছে আছে।’
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন ভক্তদের। ভক্তরা লিখেছেন একের পর এক বাক্য। তাঁদের দেওয়া বাক্য দিয়ে পুরো গানটি তৈরি করেছেন হাবিব। এও নিশ্চিত করেছেন, গানটি হবে দ্বৈত। তাঁর সঙ্গে গাইছেন ন্যান্সি। বুধবার রাতেই সম্পন্ন হয়েছে গানের প্রাথমিক রেকর্ডিং।
হাবিব ওয়াহিদ বলেন, ‘এটা আমার জন্য নতুন এবং ইউনিক এক অভিজ্ঞতা। সবাই এত এত লাইন পোস্ট করেছেন। আমি সত্যি মুগ্ধ। আমার কল্পনাতেও ছিল না এত এত সুন্দর গানের লাইন পাব। যদি পারতাম আমি অনেকের লেখা সিলেক্ট করতাম। কিন্তু আমি একটা গানের জন্য পোস্টটা করি। তাই মাত্র কয়েকজনের লেখাই বেছে নিতে হয়েছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা গান লেখাটা চালিয়ে যান।’
যাঁদের লেখা লাইন নিয়ে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ছয়জনের নাম জানিয়েছেন হাবিব। তাঁরা হলেন ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।
হাবিবের কথায়, ‘গানের কথাগুলো পাওয়ার পর আমার মনে হয়েছে, এটি ডুয়েট হলেই ভালো হয়। তাই ন্যান্সিকে সঙ্গে রাখলাম।’
নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে খুবই ইউনিক একটা আইডিয়া। ফেসবুকে বিষয়টা দেখেই ভালো লেগেছে। আর হাবিব ভাই একটা উদ্যোগ নিয়েছেন, সেখানে যে এমন রেসপন্স আসবে, সেটাই স্বাভাবিক। শুধু আমি না, আমার সিনিয়র–জুনিয়র কলিগদের একটা অপেক্ষা থাকে হাবিব ভাইয়ের কাজ কবে আসছে।
তাঁর সঙ্গে কাজ করার জন্য আমাদেরও অনেক আগ্রহ থাকে। একটা গান দুজন মিলে লিখতে দেখেছি। কিন্তু একটা গান ছয়জন মিলে লিখেছে, এমনটা বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার জানা নেই।’
ঈদের আগে লকডাউনে গানটির আইডিয়া এসেছিল হাবিবের। মাঝখানে ঈদের জন্য বিরতি। এখন আবার লকডাউন চলছে।
হাবিব বলেন, ‘আমার আপ্রাণ চেষ্টা ছিল গানটা লকডাউনেই প্রকাশ করব। সেভাবেই কাজটা খুব জোর দিয়ে করেছিলাম। যার ফলশ্রুতিতে আজই প্রকাশ করতে পারছি গানটি। আজ বিকালে গানটি প্রকাশ করার ইচ্ছে আছে।’
আজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৩৭ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে