Ajker Patrika

সমরজিৎ রায়ের ‘পুজোর ঢাক’

সমরজিৎ রায়ের ‘পুজোর ঢাক’

দুর্গা পুজা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়। গানের কথা লিখেছেন অনুপম চৌধুরী। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই। সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। দ্বৈত এই গানটিতে সমরজিৎ-এর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাঁরই শিষ্য পুণম প্রিয়াম। আজ গানটির এনিমেশন ভিডিও প্রকাশ পাবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। ভিডিও পরিচালনা করেছেন পিজিত মহাজন।

ইতিমধ্যেই পুজা উপলক্ষে সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের ‘শরৎ প্রভাতে’ শিরোনামের আরেকটি গান প্রকাশ পেয়েছে।

সমরজিৎ বলেন, ‘এবারের পুজোতে দুই ধাঁচের দুটো গান করেছি। ‘শরৎ প্রভাতে’ গানটি একেবারেই শাস্ত্রীয় সঙ্গীতনির্ভর একটি গান। এরই মধ্যে গানটি নিয়ে প্রশংসা বাক্য পাচ্ছি। অন্যদিকে, ‘পুজোর ঢাক’ গানটি পুরোদমে তালের একটি গান, যা মণ্ডপে শুনলে তালে তালে নাচতে ইচ্ছে করবে।’

সঙ্গীতশিল্পী পুণম প্রিয়াম বলেন,‘স্বপ্নের মতোই লাগছে সব। এখনো ভাবতে পারছি না আমার গুরুজীর মতো এমন একজন গুণী শিল্পীর সঙ্গে দ্বৈত কন্ঠে কখনো গাওয়ার সৌভাগ্য আমার হবে। নতুনদের নিয়ে সবসময়ই তিনি কাজ করেন এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি। গানটি সবার অনেক ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত