বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই বছর পর নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’। জিসান খান শুভর কথা ও কম্পোজিশনে নতুন এ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বিবেক মজুমদার। গানের রেকর্ড ও মিক্সিং করেছেন সালমান জাইম। এআই ভার্সনে গানের ভিডিও বানিয়েছেন আজম বাবু ও রিপন নাগ। সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে নতুন এই গান।
নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ পেল। জিসান খান শুভর লেখা ও কম্পোজিশনে বিবেক মজুমদার মিউজিক অ্যারেজমেন্ট করেছেন। তাঁদের সঙ্গে দারুণ কাজ করেছেন সালমান জাইম। প্রকাশের পর থেকে শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি।’
মাঝে দুই বছর বিরতির প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ হয়েছে; কারণ, মিউজিক ভিডিও করার টাকা ছিল না। আজম বাবু গানটি শোনার পর মুগ্ধ হয়ে এআই মিউজিক ভিডিও করে দেন। সেটা সবাই পছন্দ করছেন।’
জিসান খান শুভ বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। সুরটা আগে করা ছিল। ২০-২৫ দিন সময় নিয়ে পুরো গানটি শেষ করি। সাব্বির নাসির ভাইকে গানের সুরটি শোনানোর পর উনি পছন্দ করেন। অনেক দিন পর গানটি রিলিজ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে।’
মিউজিক ভিডিও নির্মাতা আজম বাবু বলেন, ‘১৯৯৮-২০০০ সালের পর নতুন কোনো গানের ভিডিও নির্মাণ করলাম। অনেক সময় নিয়ে গ্রাফিকস অ্যানিমেশনের মাধ্যমে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানের ভিডিওটির জন্য তিন হাজারের মতো ছবি বানানো হয়। সেখান থেকে বাছাই করে ছবি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।’
দুই বছর পর নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’। জিসান খান শুভর কথা ও কম্পোজিশনে নতুন এ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বিবেক মজুমদার। গানের রেকর্ড ও মিক্সিং করেছেন সালমান জাইম। এআই ভার্সনে গানের ভিডিও বানিয়েছেন আজম বাবু ও রিপন নাগ। সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে নতুন এই গান।
নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ পেল। জিসান খান শুভর লেখা ও কম্পোজিশনে বিবেক মজুমদার মিউজিক অ্যারেজমেন্ট করেছেন। তাঁদের সঙ্গে দারুণ কাজ করেছেন সালমান জাইম। প্রকাশের পর থেকে শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি।’
মাঝে দুই বছর বিরতির প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ হয়েছে; কারণ, মিউজিক ভিডিও করার টাকা ছিল না। আজম বাবু গানটি শোনার পর মুগ্ধ হয়ে এআই মিউজিক ভিডিও করে দেন। সেটা সবাই পছন্দ করছেন।’
জিসান খান শুভ বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। সুরটা আগে করা ছিল। ২০-২৫ দিন সময় নিয়ে পুরো গানটি শেষ করি। সাব্বির নাসির ভাইকে গানের সুরটি শোনানোর পর উনি পছন্দ করেন। অনেক দিন পর গানটি রিলিজ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে।’
মিউজিক ভিডিও নির্মাতা আজম বাবু বলেন, ‘১৯৯৮-২০০০ সালের পর নতুন কোনো গানের ভিডিও নির্মাণ করলাম। অনেক সময় নিয়ে গ্রাফিকস অ্যানিমেশনের মাধ্যমে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানের ভিডিওটির জন্য তিন হাজারের মতো ছবি বানানো হয়। সেখান থেকে বাছাই করে ছবি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।’
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
৫ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
৫ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১৬ ঘণ্টা আগে