ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পিতে গতকাল রোববার লাইভ অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় গায়ক কৈলাস খের। উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কড়া নিরাপত্তার মধ্যেও দর্শক সারি থেকে পানির বোতল ছুড়ে মারা হয় কৈলাস খেরের দিকে। এরপর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন।
কৈলাস খের শুধু হিন্দি ভাষায় গান গাচ্ছিলেন। সেখানে উপস্থিত প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক কৈলাসকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। এরপরেও হিন্দি ভাষায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় গায়কের ওপর বোতল ছুড়ে মারা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রদীপ (২২) ও সুরাহ (২১) নামে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব, সমাপনী ছিল গতকাল। উৎসবের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাস খের ছাড়াও এতে আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা।
২০০০ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় কৈলাস খেরের। এরপর ‘ওয়েসা ভি হোতা হ্যায় পার্ট ২’ সিনেমার ‘আল্লা কে বান্দে…’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘মঙ্গল পান্ডে’, ‘করপোরেট’ থেকে ‘বাহুবলী’র মতো সিনেমায় কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন কৈলাস।
ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পিতে গতকাল রোববার লাইভ অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় গায়ক কৈলাস খের। উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কড়া নিরাপত্তার মধ্যেও দর্শক সারি থেকে পানির বোতল ছুড়ে মারা হয় কৈলাস খেরের দিকে। এরপর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন।
কৈলাস খের শুধু হিন্দি ভাষায় গান গাচ্ছিলেন। সেখানে উপস্থিত প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক কৈলাসকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। এরপরেও হিন্দি ভাষায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় গায়কের ওপর বোতল ছুড়ে মারা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রদীপ (২২) ও সুরাহ (২১) নামে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব, সমাপনী ছিল গতকাল। উৎসবের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাস খের ছাড়াও এতে আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা।
২০০০ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় কৈলাস খেরের। এরপর ‘ওয়েসা ভি হোতা হ্যায় পার্ট ২’ সিনেমার ‘আল্লা কে বান্দে…’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘মঙ্গল পান্ডে’, ‘করপোরেট’ থেকে ‘বাহুবলী’র মতো সিনেমায় কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন কৈলাস।
গত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৩ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৩ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
৩ ঘণ্টা আগে৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে।
৩ ঘণ্টা আগে