যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
মেঘের কপাট এবার এল ওটিটিতে। ৩ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। টফির অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে মেঘের কপাট।
১ ঘণ্টা আগেশূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
৫ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১৬ ঘণ্টা আগে