আগেও গান গেয়েছেন শুভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ ছবির ‘সহেনা যাতনা’ গানে শোনা গেছে আরিফিন শুভর কণ্ঠ। ফুয়াদের সংগীত পরিচালনায় গত বছর গেয়েছিলেন ‘মনটা বোঝে না’। গানটি এখনো শুভর ইউটিউব চ্যানেলে আছে। যে কেউ চাইলে যে কোনো সময় শুনে ফেলতে পারেন গায়ক শুভকে।
তবে সোমবার রাতে অভিনেতা যে খবর দিলেন, সেটা গান সম্পর্কিত হলেও ব্যাপারটি শুভর জীবনে এই প্রথম ঘটছে। কী সেটা? এই প্রথম র্যাপ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ ছবি মুক্তি উপলক্ষে গানটি গেয়েছেন শুভ।
ছবিটি মুক্তি পাবে ৩ ডিসেম্বর। তাই প্রচারণার অংশ হিসেবে গানটি আগেই মুক্তি দেওয়া হবে। আরিফিন শুভ জানালেন, কয়েকদিনের মধ্যেই গানটি শুনতে পাবেন সবাই। এর সংগীত পরিচালনা করেছেন অদিত, আর গানের কথা লিখেছেন হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাং। গানের শিরোনাম, ‘কইরা দেখা’।
আরিফিন শুভ বলেন, ‘আমার জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। র্যাপের ধরনটাই আলাদা। কেউ ভালো গাইলেই ভালো র্যাপ করবে, বিষয়টি এমন নয়। এ র্যাপটির জন্য আমি পুরো ক্রেডিট দেব অদিতকে। পাঁচ-ছয়দিন ধরে এক একটা লাইন করে ভয়েস টেক করা হয়েছে। কারণ আমি তো আগে কখনো করিনি এমন কিছু। তবে শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, শ্রোতাদের ভালো লাগবে।’
শুনুন আরিফিন শুভর গাওয়া গান ‘মনটা বোঝে না’
আগেও গান গেয়েছেন শুভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ ছবির ‘সহেনা যাতনা’ গানে শোনা গেছে আরিফিন শুভর কণ্ঠ। ফুয়াদের সংগীত পরিচালনায় গত বছর গেয়েছিলেন ‘মনটা বোঝে না’। গানটি এখনো শুভর ইউটিউব চ্যানেলে আছে। যে কেউ চাইলে যে কোনো সময় শুনে ফেলতে পারেন গায়ক শুভকে।
তবে সোমবার রাতে অভিনেতা যে খবর দিলেন, সেটা গান সম্পর্কিত হলেও ব্যাপারটি শুভর জীবনে এই প্রথম ঘটছে। কী সেটা? এই প্রথম র্যাপ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ ছবি মুক্তি উপলক্ষে গানটি গেয়েছেন শুভ।
ছবিটি মুক্তি পাবে ৩ ডিসেম্বর। তাই প্রচারণার অংশ হিসেবে গানটি আগেই মুক্তি দেওয়া হবে। আরিফিন শুভ জানালেন, কয়েকদিনের মধ্যেই গানটি শুনতে পাবেন সবাই। এর সংগীত পরিচালনা করেছেন অদিত, আর গানের কথা লিখেছেন হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাং। গানের শিরোনাম, ‘কইরা দেখা’।
আরিফিন শুভ বলেন, ‘আমার জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। র্যাপের ধরনটাই আলাদা। কেউ ভালো গাইলেই ভালো র্যাপ করবে, বিষয়টি এমন নয়। এ র্যাপটির জন্য আমি পুরো ক্রেডিট দেব অদিতকে। পাঁচ-ছয়দিন ধরে এক একটা লাইন করে ভয়েস টেক করা হয়েছে। কারণ আমি তো আগে কখনো করিনি এমন কিছু। তবে শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, শ্রোতাদের ভালো লাগবে।’
শুনুন আরিফিন শুভর গাওয়া গান ‘মনটা বোঝে না’
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৭ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৬ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৭ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৭ ঘণ্টা আগে