বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ।
ফিরে পাব কি আবার গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ফিরে পাব কি আবার গানটির কথা আমার ভালো লেগেছে। সম্রাট এ প্রজন্মের মেধাবী একজন সংগীত পরিচালক। গানটিতে চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। আমি মনে করি, আমার অন্য গানগুলোর মতো এই গানও শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির গীতিকার এবং এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, ‘কথার সঙ্গে সুরের মেলবন্ধনটা সঠিক না হলে গানের আবেদনটাই নষ্ট হয়ে যায়। এই গানের কথার সঙ্গে মানিয়ে দারুণ সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। আসিফ আকবর দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁর গায়কি নিয়ে নতুন করে বলার নেই। বরাবরের মতো এই গানও অসাধারণ গেয়েছেন তিনি। আমরা চমৎকার একটি ভিডিওর সঙ্গে গানটি মুক্তি দিতে চাই। আশা করছি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারব গানটি দিয়ে।’
সুরকার সম্রাট আহমদ বলেন, ‘আসিফ ভাইয়ের মতো কণ্ঠশিল্পী যখন গানে কণ্ঠ দেন, তখন সেই গানটি বিশেষ যত্নে সুর করার দাবি রাখে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা স্বার্থক হবে।’
চলতি বছরের শুরুতেই পরপর দুটি গান উপহার দিয়েছেন আসিফ আকবর। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। আয় ফিরে আয় গানের ভিডিওতে ব্যান্ড সেটআপ নিয়ে গেয়েছেন আসিফ। রক ও মেটালের ফিউশন করা হয়েছে গানটিতে। জয় চক্রবর্তীর লেখা গানটির সংগীত আয়োজন করেছেন রাজিব মোনা। মন জানে গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। দুটি গানই পছন্দ করেছে শ্রোতারা। আসিফ জানিয়েছেন, ঈদেও বেশ কয়েকটা গান উপহার দিতে চান তিনি।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ।
ফিরে পাব কি আবার গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ফিরে পাব কি আবার গানটির কথা আমার ভালো লেগেছে। সম্রাট এ প্রজন্মের মেধাবী একজন সংগীত পরিচালক। গানটিতে চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। আমি মনে করি, আমার অন্য গানগুলোর মতো এই গানও শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির গীতিকার এবং এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, ‘কথার সঙ্গে সুরের মেলবন্ধনটা সঠিক না হলে গানের আবেদনটাই নষ্ট হয়ে যায়। এই গানের কথার সঙ্গে মানিয়ে দারুণ সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। আসিফ আকবর দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁর গায়কি নিয়ে নতুন করে বলার নেই। বরাবরের মতো এই গানও অসাধারণ গেয়েছেন তিনি। আমরা চমৎকার একটি ভিডিওর সঙ্গে গানটি মুক্তি দিতে চাই। আশা করছি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারব গানটি দিয়ে।’
সুরকার সম্রাট আহমদ বলেন, ‘আসিফ ভাইয়ের মতো কণ্ঠশিল্পী যখন গানে কণ্ঠ দেন, তখন সেই গানটি বিশেষ যত্নে সুর করার দাবি রাখে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা স্বার্থক হবে।’
চলতি বছরের শুরুতেই পরপর দুটি গান উপহার দিয়েছেন আসিফ আকবর। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। আয় ফিরে আয় গানের ভিডিওতে ব্যান্ড সেটআপ নিয়ে গেয়েছেন আসিফ। রক ও মেটালের ফিউশন করা হয়েছে গানটিতে। জয় চক্রবর্তীর লেখা গানটির সংগীত আয়োজন করেছেন রাজিব মোনা। মন জানে গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। দুটি গানই পছন্দ করেছে শ্রোতারা। আসিফ জানিয়েছেন, ঈদেও বেশ কয়েকটা গান উপহার দিতে চান তিনি।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
৯ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১০ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১৯ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে