সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার অনেক দিনের ইচ্ছা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করার, যেখানে সবাই গান শিখবে। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন কর্ণিয়া। কিন্তু নিজের গান, কনসার্ট ইত্যাদি নিয়ে ব্যস্ততার কারণে গুছিয়ে আনতে পারছিলেন না। এত দিনে সেটা সম্ভব হলো। সংগীত শিক্ষালয় প্রতিষ্ঠা করলেন কর্ণিয়া।
কলাবাগানের লেক সার্কাস ডলফিন গলিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ইন্সপায়ার মিউজিক একাডেমি ও ইন্সপায়ার মিউজিক স্টুডিও’। এখানে যেকোনো বয়সের মানুষ সংগীতবিষয়ক শিক্ষা নিতে পারবেন। ভোকাল ট্রেনিং থেকে শুরু করে ড্রাম, পিয়ানো, গিটারসহ অন্যান্য যন্ত্র বাজানো শেখানো হবে এখানে।
কর্ণিয়া জানিয়েছেন, এখানে মূলত ক্ল্যাসিক্যাল গান শেখানো হবে। গান শেখাবেন বাংলাদেশের প্রতিভাবান সংগীতশিল্পীরা। এ মিউজিক একাডেমি প্রচলিত কোনো প্রতিষ্ঠানের মতো নয়। এখানে
সবাই মনের আনন্দ নিয়ে স্বাধীনভাবে গানবাজনা চর্চা করতে পারবেন।
কর্ণিয়া বলেন, ‘অনেকেই গান শিখতে চান, কিন্তু সঠিক শিক্ষালয় খুঁজে পান না। চেষ্টা করছি, সেই অভাবটা পূরণ করার। সবার সহযোগিতা কামনা করছি।’ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে কর্ণিয়ার এই মিউজিক একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
নতুন গানের খবরও দিয়েছেন কর্ণিয়া। এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ একটি গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। এতে কর্ণিয়া ছাড়াও বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস ও স্বপ্নীল সজীব কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহা। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার অনেক দিনের ইচ্ছা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করার, যেখানে সবাই গান শিখবে। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন কর্ণিয়া। কিন্তু নিজের গান, কনসার্ট ইত্যাদি নিয়ে ব্যস্ততার কারণে গুছিয়ে আনতে পারছিলেন না। এত দিনে সেটা সম্ভব হলো। সংগীত শিক্ষালয় প্রতিষ্ঠা করলেন কর্ণিয়া।
কলাবাগানের লেক সার্কাস ডলফিন গলিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ইন্সপায়ার মিউজিক একাডেমি ও ইন্সপায়ার মিউজিক স্টুডিও’। এখানে যেকোনো বয়সের মানুষ সংগীতবিষয়ক শিক্ষা নিতে পারবেন। ভোকাল ট্রেনিং থেকে শুরু করে ড্রাম, পিয়ানো, গিটারসহ অন্যান্য যন্ত্র বাজানো শেখানো হবে এখানে।
কর্ণিয়া জানিয়েছেন, এখানে মূলত ক্ল্যাসিক্যাল গান শেখানো হবে। গান শেখাবেন বাংলাদেশের প্রতিভাবান সংগীতশিল্পীরা। এ মিউজিক একাডেমি প্রচলিত কোনো প্রতিষ্ঠানের মতো নয়। এখানে
সবাই মনের আনন্দ নিয়ে স্বাধীনভাবে গানবাজনা চর্চা করতে পারবেন।
কর্ণিয়া বলেন, ‘অনেকেই গান শিখতে চান, কিন্তু সঠিক শিক্ষালয় খুঁজে পান না। চেষ্টা করছি, সেই অভাবটা পূরণ করার। সবার সহযোগিতা কামনা করছি।’ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে কর্ণিয়ার এই মিউজিক একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
নতুন গানের খবরও দিয়েছেন কর্ণিয়া। এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ একটি গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। এতে কর্ণিয়া ছাড়াও বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস ও স্বপ্নীল সজীব কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহা। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
চোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
১ ঘণ্টা আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১২ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১২ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১৩ ঘণ্টা আগে