Ajker Patrika

আমার যখন সন্তান হবে, তখন অভিনয় ছেড়ে দেব: হলিউড অভিনেতা

স্পাইডারম্যান ছবির দৃশ্যে টম হল্যান্ড ও জেনডায়া। ছবি: সংগৃহীত
স্পাইডারম্যান ছবির দৃশ্যে টম হল্যান্ড ও জেনডায়া। ছবি: সংগৃহীত

হলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।

গত ২ জানুয়ারি প্রকাশিত মেন’স হেলথ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই অভিনেতা হলিউডে তাঁর ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, বহু বছর ধরে ব্যস্ত শিডিউলে ছিলেন তিনি, তবে বাবা হওয়ার পর তা আর থাকবে না।

জনপ্রিয় ‘আনচার্টেড’ সিনেমার এই তারকা বলেন, ‘যখন আমার সন্তান হবে, তখন আমাকে আর সিনেমায় দেখা যাবে না।’

২০২১ সাল থেকে জেনডায়ার সঙ্গে সম্পর্কে আছেন টম হল্যান্ড। তিনি বলেছেন, সন্তান হওয়ার পর তিনি শুধু গলফ খেলবেন এবং একজন আদর্শ ‘বাবা’ হবেন। ‘তখন আমি যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব,’ যোগ করেন অভিনেতা।

হল্যান্ড অবশ্য এর আগেও অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা বলেছিলেন, তবে সেটি ভিন্ন কারণে। ২০২৩ সালে ঘোষণা করেছিলেন, তিনি অ্যাপল টিভি+এর ‘দ্য ক্রাউডেড রুম’ সিরিজে বিশেষভাবে একটি কঠিন চরিত্রে অভিনয়ের পর এক বছরের জন্য হলিউড থেকে বিরতি নেবেন।

সে সময় ‘এক্সট্রা টিভি’কে সে সময় হল্যান্ড বলেছিলেন, ‘আমি কঠোর পরিশ্রমের সঙ্গে অপরিচিত নই, আমি সব সময় বিশ্বাস করি কঠোর পরিশ্রম উত্তম কাজ। আমি এটা খুব উপভোগ করেছি। তবে আবারও বলছি, এই শো আমাকে ভেঙেচুরে দিয়েছে। এক সময় এমনও ছিল, যখন আমি ভেবেছিলাম, আমাকে একটা বিরতি নিতে হবে। আমি হারিয়ে গিয়েছিলাম। এক সপ্তাহের জন্য মেক্সিকোতে গিয়ে একটা সৈকতে সময় কাটিয়েছি এবং অনেকটা চুপে চুপে। এখন আমি এক বছরের বিরতিতে আছি।’

হল্যান্ড নতুন একটি প্রকল্প নিয়ে কাজে ফিরেছেন, যেখানে প্রেমিকা জেনডায়াও তাঁর সঙ্গে আছেন। গত নভেম্বরে ঘোষণা করা হয়, জেনডায়া ক্রিস্টোফার নোলানের পরবর্তী বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছে। ওই সিনেমায় হল্যান্ড, অ্যান হ্যাথওয়ে, ম্যাট ড্যামন, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করবেন।

চলচ্চিত্রটি ২০২৬ সালের ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রাচীন গ্রিক মহাকাব্য ‘দ্য অডিসি’-এর ওপর ভিত্তি করে এই সিনেমা বানাচ্ছেন নোলান। এটিকে মহাকাব্যকে প্রাচীন সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচনা করা হয়। এই মহাকাব্য কবি হোমার রচিত এবং খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে লেখা হয়েছিল বলে ধারণা করা হয়। এটি গ্রিক নায়ক ওডিসিয়াসের কাহিনি, যিনি ট্রোজান যুদ্ধের পর নিজের রাজ্য ইথাকায় ফেরার পথে নানা বিপদসংকুল যাত্রার মধ্য দিয়ে যান।

হল্যান্ড এবং জেনডায়ার একসঙ্গে কাজ করার এটিই প্রথম অভিজ্ঞতা নয়। তাঁরা প্রথমবার ২০১৬ সালে ‘স্পাইডার ম্যান: হোমকামিং’ সিনেমার সেটে একে অপরের কাছাকাছি আসেন। এরপর ২০১৯ সালের ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালের ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-এ একে অপরের বিপরীতে অভিনয় করেছেন।

গত ডিসেম্বরে ‘ডিশ’ পডকাস্টে দুজনের নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেন হল্যান্ড। সেখানে তিনি মজা করে বলেছিলেন, প্রযোজকেরা দুজনকে সিনেমায় কাস্ট করতে পছন্দ করেন তার পেছনে কিছু কারণ আছে। যেমন—একটি হোটেল রুম হলেই চলে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত