ব্রিটিশ কমেডি জায়ান্ট মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ এবার আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের ১০ পর্বের এই সিরিজ শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ করা হবে। ‘ম্যান ভার্সেস বি’ অ্যাটকিনসনকে তাঁর দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তাঁরা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন।
‘ম্যান ভার্সেস বি’র প্লট
নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলো—একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা জানতে পুরো সিরিজ দেখতে হবে দর্শকদের।
‘ম্যান ভার্সেস বি’র কাস্ট
শুরু থেকেই ঘোষণা করা হয়েছে যে, রোয়ান অ্যাটকিনসন ‘ম্যান ভার্সেস বি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মিস্টার বিন ও জনি ইংলিশ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অ্যাটকিনসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে জুলিয়ান রিন্ড-টুটকে দেখা যাবে সিরিজটিতে।
সিরিজের প্রোডাকশন
২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শুটিং করা হয়। বর্তমানে সিরিজটি পোস্ট প্রোডাকশনে রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। লন্ডনের উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট শহরটিতে দৃশ্যায়ন হয় সিরিজের বেশির ভাগ অংশ। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে।
‘ম্যান ভার্সেস বি’র কয়টি পর্ব?
নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।
‘ম্যান ভার্সেস বি’ কবে মুক্তি পাবে?
সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।
ব্রিটিশ কমেডি জায়ান্ট মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ এবার আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের ১০ পর্বের এই সিরিজ শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ করা হবে। ‘ম্যান ভার্সেস বি’ অ্যাটকিনসনকে তাঁর দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তাঁরা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন।
‘ম্যান ভার্সেস বি’র প্লট
নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলো—একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা জানতে পুরো সিরিজ দেখতে হবে দর্শকদের।
‘ম্যান ভার্সেস বি’র কাস্ট
শুরু থেকেই ঘোষণা করা হয়েছে যে, রোয়ান অ্যাটকিনসন ‘ম্যান ভার্সেস বি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মিস্টার বিন ও জনি ইংলিশ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অ্যাটকিনসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে জুলিয়ান রিন্ড-টুটকে দেখা যাবে সিরিজটিতে।
সিরিজের প্রোডাকশন
২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শুটিং করা হয়। বর্তমানে সিরিজটি পোস্ট প্রোডাকশনে রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। লন্ডনের উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট শহরটিতে দৃশ্যায়ন হয় সিরিজের বেশির ভাগ অংশ। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে।
‘ম্যান ভার্সেস বি’র কয়টি পর্ব?
নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।
‘ম্যান ভার্সেস বি’ কবে মুক্তি পাবে?
সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
২ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
৫ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
৬ ঘণ্টা আগে