ব্রিটিশ কমেডি জায়ান্ট মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ এবার আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের ১০ পর্বের এই সিরিজ শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ করা হবে। ‘ম্যান ভার্সেস বি’ অ্যাটকিনসনকে তাঁর দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তাঁরা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন।
‘ম্যান ভার্সেস বি’র প্লট
নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলো—একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা জানতে পুরো সিরিজ দেখতে হবে দর্শকদের।
‘ম্যান ভার্সেস বি’র কাস্ট
শুরু থেকেই ঘোষণা করা হয়েছে যে, রোয়ান অ্যাটকিনসন ‘ম্যান ভার্সেস বি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মিস্টার বিন ও জনি ইংলিশ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অ্যাটকিনসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে জুলিয়ান রিন্ড-টুটকে দেখা যাবে সিরিজটিতে।
সিরিজের প্রোডাকশন
২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শুটিং করা হয়। বর্তমানে সিরিজটি পোস্ট প্রোডাকশনে রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। লন্ডনের উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট শহরটিতে দৃশ্যায়ন হয় সিরিজের বেশির ভাগ অংশ। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে।
‘ম্যান ভার্সেস বি’র কয়টি পর্ব?
নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।
‘ম্যান ভার্সেস বি’ কবে মুক্তি পাবে?
সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।
ব্রিটিশ কমেডি জায়ান্ট মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ এবার আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের ১০ পর্বের এই সিরিজ শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ করা হবে। ‘ম্যান ভার্সেস বি’ অ্যাটকিনসনকে তাঁর দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তাঁরা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন।
‘ম্যান ভার্সেস বি’র প্লট
নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলো—একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা জানতে পুরো সিরিজ দেখতে হবে দর্শকদের।
‘ম্যান ভার্সেস বি’র কাস্ট
শুরু থেকেই ঘোষণা করা হয়েছে যে, রোয়ান অ্যাটকিনসন ‘ম্যান ভার্সেস বি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মিস্টার বিন ও জনি ইংলিশ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অ্যাটকিনসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে জুলিয়ান রিন্ড-টুটকে দেখা যাবে সিরিজটিতে।
সিরিজের প্রোডাকশন
২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শুটিং করা হয়। বর্তমানে সিরিজটি পোস্ট প্রোডাকশনে রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। লন্ডনের উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট শহরটিতে দৃশ্যায়ন হয় সিরিজের বেশির ভাগ অংশ। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে।
‘ম্যান ভার্সেস বি’র কয়টি পর্ব?
নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।
‘ম্যান ভার্সেস বি’ কবে মুক্তি পাবে?
সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
২০ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
২০ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
২০ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
২ দিন আগে