Ajker Patrika

বলিউডের অপেক্ষায় ডোয়াইন জনসন

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ১২
বলিউডের অপেক্ষায় ডোয়াইন জনসন

হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ডোয়াইন জনসন। অ্যাকশন নায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে। ভক্তদের কাছে ‘দ্য রক’ নামেই বেশি খ্যাত এই সাবেক রেসলিং তারকা। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘রেড নোটিস’। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি বেশ প্রশংসা পায়। এই অ্যাকশন-কমেডি ছবিতে ‘রক’-এর পাশাপাশি অভিনয় করেছেন গল গাদত এবং রায়ান রেনল্ডস। এই ছবি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডোয়াইন জনসন জানান, এখন পর্যন্ত তিনি বলিউড থেকে অভিনয়ের ডাক পাননি। তবে পেলে সানন্দে তিনি অভিনয় করতে রাজি হবেন।

ভারতেও যে অসম্ভব জনপ্রিয় ‘দ্য রক’, সে খবর নতুন নয়। বলিউড তারকা বরুণ ধাওয়ানও তাঁর অন্ধ ভক্ত। চার বছর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘বেওয়াচ’ ছবিতেও দেখা গেছে এই হলিউড তারকাকে। ‘বেওয়াচ’ হলিউডের জনপ্রিয় ছবি।

ফেরা যাক বলিউড প্রসঙ্গে। ওই সংবাদ সম্মেলনে ডোয়াইন বলেন,‘আমি এখন পর্যন্ত বলিউডের পক্ষ থেকে কোনো ডাক পাইনি। কিন্তু পেলে দারুণ লাগবে। তাছাড়া আমি আগেও বলেছি এইমুহূর্তে সারা বিশ্বে বিনোদনের জগতে হলিউড ও বলিউড অন্যতম দু'টি শক্তিশালী নাম। তাই তারা যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহলে নিঃসন্দেহে দারুণ একটি ব্যাপার হবে! সে ব্যাপারে আমি অন্তত নিশ্চিত’।

ডোয়াইন জনসন‘দ্য রক’ এর কথা শেষ হতে না হতেই পাশে বসা ‘ওয়ান্ডার ওম্যান’ ছবি খ্যাত তারকা গল গাদত বলেন,‘বলিউডে কিন্তু দারুণ মানিয়ে যাবে ডোয়েনকে। দুর্দান্ত নাচতেও পারে ও'। হাসিমুখে পাল্টা জবাবে রক জানান যে নাচের ব্যাপারে তাঁর থেকে কয়েকগুণ এগিয়ে গল।

বলিউডের ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেন রায়ান রেনল্ডস। তিনি জানান বলিউড নিয়ে তাঁর আগ্রহের কথা। জানান, তাঁর বিখ্যাত ‘ডেডপুল’ চরিত্রটিকে বলিউডে দেখতে চান তিনি। রায়ানের কথায়, ‘আমি একেবারে নিশ্চিত যে বলিউডে এই ধাচের কোনো চরিত্রে আমাকে নিলে বেশ ভালো করবো।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত